Select Page

মেজবাউর রহমান সুমনের সিনেমায় চঞ্চল চৌধুরী

মেজবাউর রহমান সুমনের সিনেমায় চঞ্চল চৌধুরী

# মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমার জন্য কথা হচ্ছে চঞ্চল চৌধুরীর সঙ্গে
# নির্মাতা কিছু বলতে না চাইলেও অভিনেতা জানান, ইতোমধ্যে দুই দফা মিটিং করেছেন তারা
# চঞ্চল বলেন, সুমনের গল্পটাও অন্যরকম। আমার ভালো লেগেছে। এছাড়া সুমনের কাজ আমার ভালো লাগে

নাটক ও বিজ্ঞাপন নির্মাতা মেজবাউর রহমান সুমন ছবি নির্মাণ করবেন, এমন কথা শোনা যাচ্ছে অনেক আগে থেকেই। এ বিষয়ে কিছু জানাতে না চাইলেও গুঞ্জন উঠেছে সিনেমাটিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

সম্প্রতি এ অভিনেতার সিনেমা ‘দেবী’ পার করেছে প্রদর্শনের একশ দিন। বোঝাই যাচ্ছে, দর্শকরা অনেক পছন্দ করেছে ছবিটি। এখন নতুন কোনো গল্প বা নতুন কোনো চরিত্রে অভিনয়ের পালা। আবারও দর্শকদের তাক লাগিয়ে দেওয়ার অপেক্ষা।

সুমনের সিনেমাটি প্রসঙ্গে চঞ্চল সারাবাংলাকে বলেন, ‘আমি তো বরাবরই অন্যরকম গল্পে অভিনয় করি। সুমনের গল্পটাও অন্যরকম। আমার ভালো লেগেছে। এছাড়া সুমনের কাজ আমার ভালো লাগে। ওর ছবিতে অভিনয়ের ব্যাপারে দুইবার কথা বলেছি আমরা। আরও অনেক কিছু মেলার প্রয়োজন আছে। যদি সব কিছু মিলে যায়, তাহলে ছবিটিতে কাজ করার ইচ্ছা আছে।’

তবে সুমন বলেন, ‘ছবিটি নিয়ে সংবাদ প্রকাশের মতো এখনো কিছু হয়নি। এখনো চিত্রনাট্যের কাজ চলছে। এখনো অভিনয়শিল্পীদের সঙ্গে কথা চলছে, চূড়ান্ত হয়নি। সব ঠিক হলে নিশ্চিয়ই সবাইকে জানাব।’

আরো জানা, পাঁচ মাস পর শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছ তার।


মন্তব্য করুন