Select Page

রাকা নামের নায়িকা ছিল

রাকা নামের নায়িকা ছিল

রাকা…

নব্বই দশকের নায়িকা। তার নামটিও হয়তো অনেকে জানে না যে এ নামে একজন নায়িকা ছিল।

১৯৯৫ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার রানার্স আপ হয়েছিল। ১৯৯৭ সালে তাকে নায়িকা করেই ওস্তাদ জাহাঙ্গীর আলম ছবি নির্মাণ করে ‘সুন্দরী মিস বাংলাদেশ’ নামে। এ ছবিতে তার মিস বাংলাদেশ হবার জার্নি কিছুটা দেখানো হয়েছে এবং ছবিতেও সুন্দরী প্রতিযোগিতার বিষয়টা ছিল। নায়ক ছিল ইলিয়াস কাঞ্চন।

রাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ত যতটুকু জানা যায়। তখনকার সময়ের প্রেক্ষাপটে শিক্ষিত, স্মার্ট ছিল।

রাকা মাল্টিট্যালেন্টেড ছিল। মঞ্চে অভিনয় শুরু করে। মডেলিং, উপস্থাপনা, আবৃত্তি, নাটক-চলচ্চিত্রে অভিনয় এরকম একাধিক মাধ্যমে সফল ছিল। তার আবৃত্তির ক্যাসেটও বের হয়েছিল। মঞ্চে রাকা ‘রূপবান, রাক্ষুসী, চন্দ্রাবতী’র মতো নামকরা নাটকে অভিনয় করেছি বিটিভিতে বেশকিছু নাটকে অভিনয় করেছিল। তার অডিশন হয়েছিল ১৯৯৩ সালে আফসানা মিমি, ত্রপা মজুমদারদের সাথে। রাকার উল্লেখযোগ্য কিছু নাটক— আপন বিলাস, তথাপি, মাটির মায়া, সোনার বলয়, নাম প্রকাশে অনিচ্ছুক, চাঁদনীগড়ে কয়েকদিন ইত্যাদি।

ভারতের বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় বিজ্ঞাপনে অভিনয় করেছিল রাকা। তার লুক নায়িকাসুলভ ছিল। গ্ল্যামার সেই সময়ের তুলনায় ঠিক ছিল। তার ক্যারিয়ার বড় হয়নি।

প্রফেশনাল মার্শাল আর্ট জানা কয়েকজন নায়িকাদের মধ্যে একজন ছিল রাকা। মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট ছিল তার। রাকার ছবিগুলোতেও কিছু কিছু দৃশ্যে তার মার্শাল আর্টের ব্যবহার দেখা যেত। ‘সুন্দরী মিস বাংলাদেশ, পেশাদার খুনি’ ছবিতে তার মারপিটের দৃশ্যে মার্শাল আর্টের ব্যবহার ছিল।

২০০১ সালে প্রেম থেকে বিয়ে হয় ওস্তাদ জাহাঙ্গীর আলমের সাথে।

স্বামী জাহাঙ্গীর আলম ও দুই সন্তানের সঙ্গে রাকা

রাকার ছবি প্রায় ১০/১২ টার মতো। প্রথম ছবি ‘সুন্দরী মিস বাংলাদেশ’। এর বাইরে উল্লেখযোগ্য— কুংফু নায়ক, পেশাদার খুনি, জলন্ত বিস্ফোরণ, লোহার শিকল, বিদ্রোহী মাস্তান ও লাল চোখ।

রাকার অভিনয়দক্ষতা চলচ্চিত্রে ততটা ফুটে ওঠেনি টিভি নাটকে যতটুকু ছিল। ‘সুন্দরী মিস বাংলাদেশ’ তার প্রথম ছবি হলেও এটাতেই নিজেকে মেলে ধরতে পেরেছিল বাকি ছবিগুলোর মধ্যে ‘পেশাদার খুনি’তে কিছুটা ভালো অভিনয় ছিল। রাকার পর্দা উপস্থিতিতে খোলামেলা ব্যাপারও কিছুটা ছিল তাই সমালোচিত ছিল ক্ষেত্রবিশেষে। বিশেষ করে তার আগমন নব্বই দশকের শেষের দিকে হওয়াতে প্রভাবটা পড়েছিল কারণ তখনই অশ্লীল সময়ের শুরু হয়েছিল।

অনেকে হয়তো ভাববে রাকাকে নিয়ে লেখার কী হলো, লেখা হবে শুধু নামকরা বা পরিচিতদের নিয়ে কিন্তু না চলচ্চিত্রে যে এতটুকুও দিয়েছে তাকেও মনে রাখা উচিত। অন্তত এটুকু মনে রাখা যেতে পারে যে রাকা নামে একজন নায়িকা ছিল আমাদের চলচ্চিত্রে।


লেখক সম্পর্কে বিস্তারিত

বাংলাদেশের চলচ্চিত্র গত শতকে যেভাবে সমৃদ্ধ ছিল সেই সমৃদ্ধির দিকে আবারও যেতে প্রতিদিনই স্বপ্ন দেখি। সেকালের সিনেমা থেকে গ্রহণ বর্জন করে আগামী দিনের চলচ্চিত্রের প্ল্যাটফর্ম গড়ে উঠুক। আমি প্রথমত একজন চলচ্চিত্র দর্শক তারপর সমালোচক হিশেবে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখি। দেশের সিনেমার সোনালি দিনের উৎকর্ষ জানাতে গবেষণামূলক কাজ করে আগামী প্রজন্মকে দেশের সিনেমাপ্রেমী করার সাধনা করে যেতে চাই।

মন্তব্য করুন