Select Page

রাজুর ছবি থেকে সায়মন বাদ

রাজুর ছবি থেকে সায়মন বাদ

69757_e6জাজের দেয়া খবর মোতাবেক জাকির হোসের রাজুর নতুন ছবি ‘দবির সাহেবের সংসার’এ কাজ করছেন সায়মন সাদিক। সে অনুসারে কযেকদিন শুটিং হয়ে ছিল। নতুন করে শোনা গেল সেই ছবি থেকে বাদ পড়েছেন সায়মন। তার জায়গায় কাজ করছেন সুপার হিরো সুপার হিরোইন থেকে আসা রোজ।

কমেডি ধাঁচের ছবি ‘দবির সাহেবের সংসার’-এর শুটিং শুরু হয়েছিল বাপ্পীমাহি ও সাইমনকে নিয়ে। কয়েক দিন শুটিংয়ের পর বাদ পড়লেন সাইমন। এ বিষয়ে প্রযোজনা সংস্থা জাজ থেকে স্পষ্ট কোন ব্যাখ্যা নেই।

পরিচালক জাকির হোসেন রাজুর আবিষ্কার সাইমন ওস্তাদের ছবি থেকে বাদ পড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন