Select Page

রাজ্জাকের বাসায় তারার মেলা

রাজ্জাকের বাসায় তারার মেলা

 

1427554773

সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০১৫’ পেয়েছেন নায়ক রাজ রাজ্জাক। ২৫ মার্চ প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। এ উপলক্ষে অভিনন্দন জানাতে শুক্রবার সন্ধ্যায় রাজধানী গুলশানের তার বাসভবন লক্ষ্মীকুঞ্জে হাজির হন একঝাঁক তারকা।

সেখানে ছিলেন ববিতা, শর্মিলী আহমেদ, পারভীন সুলতানা দিতি, অরুণা বিশ্বাস, কেয়া, রিয়াজ ও তার স্ত্রী মডেল টিনা।

তারা রাজ্জাককে না জানিয়েই এ সারপ্রাইজ দেন। এতে আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি। সহকর্মীদের কাছে পেয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করেন।

পরে সংবাদমাধ্যমকে বলেন, চলচ্চিত্র পরিবারের সবাই আমাকে ভালোবাসেন আমি জানি। যারা এসেছেন আমাকে শুভেচ্ছা জানাতে তাদের প্রতি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেইসঙ্গে যারা আমাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতিও রইল আমার ভালোবাসা।’

ববিতা বলেন, ‘নায়করাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্রের গর্ব। তাঁর অবদান কোনো দিন ভোলার নয়। রাষ্ট্র তাঁকে স্বাধীনতা পুরস্কার দেওয়ায় আমরাও গর্বিত।’

রাজ্জাক ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান। এ ছাড়া পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।


মন্তব্য করুন