Select Page

‘রানআউট’র শুটিং শেষ

‘রানআউট’র শুটিং শেষ

Captureশেষ হলো নির্মাতা তন্ময় তানসেনের নতুন ছবি ‘রানআউট’-এর শুটিং। এখন চলছে এর পোস্ট প্রোডাকশনের কাজ। এ ছবির প্রধান দুটি চরিত্রে কাজ করেছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা সজলমৌসুমী নাগ। 

এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো দর্শকদের সামনে কোন ছবিতে জুটিবদ্ধ হয়ে আসছেন সজল ও মৌসুমী। চমক হিসেবে থাকছে ভাইকিংস ব্যান্ডের গান। ছবিটি পরিচালনার পাশাপাশি তন্ময় তানসেন নিজের এ ব্যান্ড নিয়ে ফিরেছেন ১০ বছর পর।

ছবির সবক’টি গান গেয়েছে ভাইকিংস। অতিথি কণ্ঠশিল্পী হিসেবে গেয়েছেন কনা ও এলিটা। এ ছবির মাধ্যমে ফিরে এখন থেকে নিয়মিতই গান করবেন বলেও জানিয়েছেন তন্ময় তানসেন। 

জানা গেছে ‘রানআউট’ রোজার ঈদের পরপরই মুক্তি দেয়া হবে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares