Select Page

রুনা খানের ফটোশুট/ দীপিকা-ক্যাটরিনাদের অনুকরণের ফল যা দাঁড়ালো

রুনা খানের ফটোশুট/ দীপিকা-ক্যাটরিনাদের অনুকরণের ফল যা দাঁড়ালো

টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী রুনা খান। ওজন কমানোর পর অভিনয় নয়, বোল্ড অবতারে হাজির হয়েই আলোচিত। আজ সোমবার দুপুরেও তেমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেত্রী।

ওজন কমানোর পর আলোচিত ফটোশুটের কারিগর ছিলেন নাসির হোসেন। ফটোগ্রাফারের চাওয়া সম্পর্কে রুনা বলেন, ‘আমাকে নিয়ে একটা ফটোশুট করবে। এক বছরের চেষ্টা, গত মাসে তা সম্ভব হয়েছে।’

‘এই ফটোশুটের উদ্যোগ আমার নয়। অবশেষে যখন ফটোশুটের বিষয়টি ফাইনাল হলো, তখন শুধু একটা বিষয় চেয়েছিলাম, মেকআপটা যেন আন্তর্জাতিক মানের হয়।’ আন্তর্জাতিক বললে ভারতীয় নায়িকাদের বুঝিয়েছেন রুনা খান। তার পরের মন্তব্যে তা বোঝা যায়।

রুনা বললেন, ‘বাংলাদেশের মেকআপে অন্য রকম একটা ব্যাপার আছে, মোটা আইল্যাশ পরাবে। চোখের ওপর গ্লস দিয়ে ভরে ফেলবে। পারলার টাইপের মেকআপ যেটাকে বলে। আমি ধরে দেখিয়ে দিয়েছি, আমি দীপিকার এই লুক, প্রিয়াঙ্কার নো মেকআপ লুকটা চাই। চোখের পাপড়িটা চাই। চেহারার পুরো ব্যাপারটা যেন বোঝা যায়। এ চাওয়াটা ছিল।

কথায় কথায় রুনা খান বললেন, ‘চাইলেই তো আর প্রিয়াঙ্কা, দীপিকা ও ক্যাটরিনার মতো সবকিছু সম্ভব নয়। কারণ, ওরা তো আমাদের চেয়ে হাজার গুণ পেশাদার। তাঁদের কাজের ধরনও আমাদের চেয়ে অনেকটা এগিয়ে। তারপর লুকওয়াইজ কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করেছি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যতটা ধরা যায়।’

এক যুগ আগে রুনা খানের ওজন ছিল ৫৬ কেজি। ২০০৯ সালে তার বিয়ে হয়। পরের বছরই সন্তান রাজেশ্বরীর জন্ম। একসময় রুনার ওজন ৯৫ কেজিতে গিয়ে ঠেকে।

সন্তান জন্মের এক বছর পর, মানে ২০১১ সাল থেকে ওজন কমানোর মিশন শুরু করেন রুনা। কিন্তু কোনোভাবেই পারছিলেন না, বরং একপর্যায়ে ওজন আরও বেড়ে হয় ১০৫ কেজি। ওজন কমাতে ধানমন্ডির একাধিক জিম ও প্রশিক্ষকের শরণাপন্ন হন তিনি। শুরু করেন সাঁতার। ভর্তি হন ইয়োগা ও অ্যারোবিকস ক্লাসেও। স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করেন।

জানুয়ারিতে ঢাকার নিকেতনের একটি স্টুডিওতে ফটোশুট করেছেন রুনা খান। ফটোগ্রাফার নাসির পোশাক, মেকআপ থেকে শুরু করে সবকিছুর তদারক করেছেন।

রুনা খান বললেন, ‘প্রিয়াঙ্কা চোপড়ার বয়স ৪১, ক্যাটরিনার ৪০, দীপিকারও ৪০ ছুঁই ছুঁই। আমাদের দেশের বাঁধন ও রুনা খানের বয়স ৪০ পার হয়েছে। ওদেরকে দেখতে যেমন দেখায়, অভিনয়ের ক্ষেত্রে বলব না, লুকের ক্ষেত্রে। তারপরও তো পুরোপুরি তা সম্ভব নয়। তারপরও এটা ভেবেছি, ওদের সেই ফরম্যাটে কাজ করলে, ওদের চেয়ে ভালো না লাগলেও খারাপ লাগবে না।’

ইনস্টাগ্রামে দীপিকা, প্রিয়াঙ্কা, ক্যাটারিনা, কারিনা কাপুর, আলিয়া ভাটদের অনুসরণ করেন রুনা খান। তাদের দেখা থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে এমন একটা ফটোশুট করা বলে জানান তিনি। খবর প্রথম আলো


Leave a reply