Select Page

‘রেইনকোট’

‘রেইনকোট’

51f6c6ccaaca5-04পরিচালক জাহিদুর রহিম অঞ্জন বানাতে যাচ্ছেন তার প্রথম চলচ্চিত্র ‘রেইনকোট’। সরকারি অনুদানে তিনি তৈরি করছেন ছবিটি। আর ছবিটি তৈরি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অবলম্বনে।

১৯৭১ সালের বর্ষাকালের তিন দিনের এক বিয়োগান্ত কাহিনি নিয়ে এই গল্পটি বুনেছেন লেখক।

ছবিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ, শিশুশিল্পী জারা, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। ছবির চিত্রগ্রহণ করছেন মাটির ময়না ছবির চিত্রগ্রাহক সুধীর পালসানে।

সহ-প্রযোজনা ও পরিবেশনা করছে বেঙ্গল এন্টারটেইনমেন্ট।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন