Select Page

রোমান্সের পর ভয়ংকর মাহফুজ আহমেদ, আসছেন ঈদুল আজহায়

রোমান্সের পর ভয়ংকর মাহফুজ আহমেদ, আসছেন ঈদুল আজহায়

রোমান্টিক অবতারে বরাবরই প্রিয়মুখ মাহফুজ আহমেদ। তা-ই হয়েছিল। ‘মেঘের নৌকা’ শিরোনামের গানে নায়িকা শবনম বুবলির সঙ্গে মনোহর লোকেশনে রোমান্স করছিলেন। কিন্তু ক্যারেক্টার লুকে হাজির হলেন ভয়ংকর অবতারে।

বড়পর্দায় মাহফুজের পরের ছবি ‘প্রহেলিকা’ নিয়ে কথা হচ্ছে। সম্প্রতি প্রকাশ হওয়া ক্যারেক্টার লুকে ভয়ংকরভাবে ধরা দিয়েছেন তিনি। পোস্টারে আরো জানানো হয়, ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরীর নির্মাণটি।

এ সিনেমায় মাহফুজের চরিত্রের নাম মনা। মাঝে আট বছর বড়পর্দা থেকে বিরতিতে ছিলেন। অবশ্য একই টিভিতেও তাকে তেমন পাওয়া যায় না।

ক্যারেক্টার লুক প্রসঙ্গে মাহফুজ আহমেদ বললেন, “মেঘের নৌকা’ গানটি দেখার পর যারা মনে করেছেন এটি হয়তো রোমান্টিক ছবি, এ পোস্টার দেখে তাদের ধারণা বদলে যাবে। এই সিনেমার গল্পে এমন অনেক রহস্যই রয়েছে, যা শুধু হলে গিয়ে সিনেমা দেখার পর বুঝতে পারবেন দর্শক।’’

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের পুরো জীবন রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। অর্পা ও মনার প্রেমকাহিনিও একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। আমাদের মাহফুজ হচ্ছেন প্রহেলিকার মনা। এই সিনেমায় তার অভিনয়ের অন্যরকম জাদু দেখতে পাবেন দর্শক। সব ঠিক থাকলে ছবিটি আমরা আগামী ঈদে মুক্তি দিচ্ছি।’

এদিকে কোরবানির ঈদে প্রায় ৮-৯টি ছবি মুক্তির মিছিলের রয়েছে। এর মাঝে অন্যতম শাকিব খানের ‘প্রিয়তমা’, আফরান নিশোর ‘সুড়ঙ্গ’, সিয়ামের ‘অন্তর্জাল’ ও নীরবের ‘ক্যাসিনো’।

বিষয়টি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার কাজ হলো সিনেমাটি ভালোভাবে নির্মাণ করা। আমি আমার কাজটুকু মন দিয়ে করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, মার্কেটিং বিভাগে যারা আছেন, তারাও তাদের কাজে শতভাগ দিচ্ছেন। আগেই বলেছি, সিনেমাটি মুক্তির তারিখ আমরা সবাই মিলে নির্ধারণ করেছি।’

পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ‘প্রহেলিকা’ প্রযোজনা করেছেন জামাল হোসেন। আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামান।


মন্তব্য করুন