Select Page

লুক ফাঁস করে দিলেন ‘এমআর নাইন’-এর নায়িকা!

লুক ফাঁস করে দিলেন ‘এমআর নাইন’-এর নায়িকা!

মাসুদ রানা সিরিজের আন্তর্জাতিক প্রজেক্ট ‘এমআর নাইন’ সিনেমায় ভারতীয় গোয়েন্দা সুলতা চরিত্রে অভিনয় করেছেন সাক্ষি প্রধান। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলে দিচ্ছে, ছবির লুক ফাঁস করে দিয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে চলছে সিনেমাটির শুটিং। বাংলাদেশের বাইরে থেকে কারা অভিনয় করেছেন এ বিষয়ে খানিকটা রহস্য রেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। এরপর আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে হলিউড ও বলিউডের কাস্ট সম্পর্কে জানানো হয়। তবে অভিনেতাদের লুক নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি।

তবে অভিনেত্রী সাক্ষি তার ইনস্টা পোস্টে একাধিক বিহাইন্ড দ্য সিন ছবি ও মহড়ার ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাকে সংক্ষিপ্ত পোশাক ও অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে। সেখান থেকে তার চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। যদিও মূল উপন্যাসে সুলতা চরিত্রটি এতটা খোলামেলা নয়।

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত সিনেমা হচ্ছে ‘এমআর নাইন’। পরিচালনা করছেন আসিফ আকবর।

লাস ভেগাসে শুটিং চলতি যৌথ প্রযোজনার এ সিনেমায় আছেন আরও মাইকেল জে হোয়াইট (দ্য ডার্ক নাইট), ম্যাট পাসমোর (জিগসো), ফ্র্যাঙ্ক গ্রিলো (ক্যাপ্টেন আমেরিকা), নিকো ফস্টার (আর্মি অফ ওয়ান), অমি বৈদ্য (থ্রি ইডিয়টস), ওলেগ প্রোডিয়াস (উলফ ওয়ারিয়র টু) ও জ্যাকি সিগেল (দ্য কুইনস অফ ভার্সেলিস)।

বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেস ভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।

সিনেমার চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা।

বাংলাদেশ থেকে অভিনয় করছেন এ বি এম সুমন, আনিসুর রহমান মিলন, সাজ্জাদ হোসেনসহ অনেকে।

এ দিকে সম্প্রতি সিনেমাটির গল্প থেকে কাপ্তাই বাঁধ ও একটি জঙ্গিগোষ্ঠীর নাম বাদ দিতে বলেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। এ নিয়ে আপত্তি জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, এমন পরিবর্তনে ‘আরএম নাইন’-এর গল্প আবেদন হারাবে, মূল থেকে বিচ্যুত হবে।


মন্তব্য করুন