Select Page

শখ করে লোকসান!

শখ করে লোকসান!

ছবি মুক্তি পাবে ৬ এপ্রিল, আর সে ঘোষণা এলো ২ এপ্রিল! মাত্র চারদিন আগে জানা গেল, শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটির মুক্তির তারিখ। এ যেন শখ করে লোকসান মেনে নিচ্ছেন প্রযোজক। খবর বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সোমবার পরিচালক শানু বলেন, ‘সেন্সর বোর্ড আজ আমাদের ছবিকে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে। এরপর আমি, প্রযোজক ও সংশ্লিষ্ট সবাই আলোচনা করে ৬ এপ্রিল মুক্তির তারিখ নির্ধারণ করেছি। যদিও হাতে সময় খুব কম তবুও এরচেয়ে আর ভালো তারিখ দুই-তিন মাসের মধ্যে দেখছি না। আর এতোদিন অপেক্ষা করাও অযৌক্তিক। তাই ঝুঁকিটি নিয়ে ফেললাম।’

২০১৬ সালের জানুয়ারিতে ছবিটির শ্যুটিং শুরু হয়। শুরুতে এর নায়িকা ছিলেন পরী মনি। পরবর্তীতে তার জায়গায়  এই ছবিতে নেওয়া হয় মাহিয়া মাহিকে। ছবিটিতে তাকে একজন মডেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মাহির বিপরীতে এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

এক সময় অনেক হিট সিনেমা উপহার দিলে্ও কয়েকবছর ধরে পর্দায় নেই মাহি-বাপ্পী জুটি। তাদের নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে বেশ। কিন্তু নামমাত্র প্রচারণা নেই নতুন সিনেমাটি নিয়ে।

কয়েকদিন আগে যেনতেনভাবে প্রকাশ করা হয়েছে ট্রেলার। এর বাইরে নেই আলোচনা বা প্রচারণা। অন্যদিকে একই দিন মুক্তি পাচ্ছে মুক্তির আগেই ব্যাপক আলোচিত সিনেমা ‘স্বপ্নজাল’। এরপরের সপ্তাহে আসছে ‘বিজলি’ ও ‘একটি সিনেমার গল্প’র মতো হাই-প্রোফাইল সিনেমা।

এছাড়া একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়া বা হলে নতুন সিনেমা না থাকা- সব মিলিয়ে ‘পলকে পলকে তোমাকে চাই’র সিদ্ধান্ত সঠিক হয়নি।

‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, শিবা শানু, জারা প্রমুখ। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।


মন্তব্য করুন