Select Page

শাকিব খানকে নিয়ে শাবানার পরিকল্পনা

শাকিব খানকে নিয়ে শাবানার পরিকল্পনা

সিনেমা প্রযোজনার জন্য মানসিকভাবে প্রস্তুত শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক। শাকিব খানকে নায়ক হিসেবে মনে মনে ঠিক করে রাখলেও পরিচালক আর নায়িকা নিয়ে ভাবছেন।

সম্প্রতি প্রথম আলো জানায়, সবকিছু ঠিক থাকলে শিগগিরই ছবির ঘোষণা আসতে পারে শাবানা ও তাঁর স্বামীর প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশন থেকে।

চার দশক আগে আজিজুর রহমানকে দিয়ে ‘মাটির ঘর’ বানিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন শাবানা ও ওয়াহিদ সাদিক। এই প্রতিষ্ঠানের সর্বশেষ প্রযোজিত সিনেমা সোহানুর রহমান সোহানের ‘স্বামী ছিনতাই’ ১৯৯৯ সালে মুক্তি পায়। এরপর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলে গেলে ছবি নির্মাণ থেকেও দূরে সরে যান তাঁরা। এবার দেশে ফিরে ছবি বানানোর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।

শাবানা বলেন, ‘সিনেমার বর্তমান অবস্থার কথা শুনলে খুব খারাপ লাগে। অথচ আমাদের সিনেমা একটা সময় কলকাতা থেকেও অনেক বেশি এগিয়ে ছিল। যেখানে আমাদের অনেক এগোনোর কথা, সেখানে আমরা পিছিয়েছি। সাদিক প্রায় সময়ই বলে, আবার সিনেমায় লগ্নি করতে হবে। হাল ধরতে হবে। এবার এসে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। আমি বলেছি, আমাদের কাজে যদি সিনেমার কিছুটা উন্নতি হয়, অবশ্যই করব।’

ওয়াহিদ সাদিক বলেন, ‘নায়ক হিসেবে শাকিব খানের কথা ভেবে রেখেছি। গল্প নিয়েও কথা বলছি কয়েকজনের সঙ্গে। পরিচালক চূড়ান্ত করতে পারিনি। এটা ঠিক হলেই ছবির কাজ শুরু করব।’

এস এস প্রোডাকশন থেকে এখন পর্যন্ত ৩১টি ছবি তৈরি হয়েছে। উল্লেখযোগ্য ছবি হচ্ছে ভাত দে, গরীবের বউ, স্বামী স্ত্রী, আমি সেই মেয়ে, মান সম্মান, অশান্তি, বিশ্বাসঘাতক, দুই পয়সার আলতা, সখিনার যুদ্ধ, রাঙা ভাবি, সবুজ সাথী, নাজমা ইত্যাদি।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares