Select Page

শাকিব ছাড়াই নতুন ছবিতে বুবলি

শাকিব ছাড়াই নতুন ছবিতে বুবলি

প্রথমবারের মতো শাকিব খান নেই এমন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শবনম বুবলি। ‘ক্যাসিনো’ নামের এই ছবির নায়ক নিরব। পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সৈকত নাসির।

‘ক্যাসিনো’র জন্য নিরব-বুবলী ১০ নভেম্বর চুক্তিবদ্ধ হয়েছেন। তারা ছাড়াও থাকছেন তাসকিন রহমান। তিনি তারকাই প্রথমবার এই নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন।

২০ নভেম্বর থেকে ঢাকায় ক্যাসিনো’র শুটিং শুরু হবে। ডিসেম্বরে একাধিক গান ও কিছু দৃশ্যের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে।

থ্রিলার গল্পে ‘ক্যাসিনো’ সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি।

প্রত্যেকেই কাজটি দর্শকদের যেন পছন্দ হয়, সে বিষয়টি মাথায় রেখেই বাড়তি মনোযোগ রাখছেন ‘ক্যাসিনো’র দিকে।

টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলি। এ নায়কের সঙ্গে বসগিরি, শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, একটু প্রেম দরকার (মুক্তির অপেক্ষায়), বীর (নির্মাণাধীন) ছবিগুলো কাজ করে আলোচনায় আসেন।

চ্যানেল আই অনলাইনকে বুবলি বলেন: সবসময় বলেছি, ভালো গল্পের সিনেমা পেলে অন্যদের সঙ্গে কাজ করবো। এর আগে একাধিক ছবির ব্যাপারে অন্যদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে হয়েছিল। শেষ পর্যন্ত টাইমিং হয়নি। তবে এবার ‘ক্যাসিনো’র মাধ্যমে ব্যাটে-বলে মিলে গেছে। সেজন্য আমি কাজ করছি।

তিনি বলেন: নতুন নির্মাতাদের মধ্যে সৈকত নাসির ভাইয়ের উপর ভরসা করা যায়। নিরব ভাই একাধিক ছবি করে অভিজ্ঞতা অর্জন করেছেন। মানুষ হিসেবেও ভালো। ছবিতে আমার উপস্থিতিতেও থাকবে চমক। সবকিছু মিলিয়ে ‘ক্যাসিনো’ ছবির সবকিছু আমাকে টেনেছে। নামটাও চমকপ্রদ!

সম্প্রতি শাকিবের সঙ্গে পরপর অভিনয় ও সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা এই নায়িকা এবার কতটা সফল হন সেটাই দেখার বিষয়।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares