Select Page

শাকিব ভাইয়ের সঙ্গে নতুন আরেকটি সিনেমা হবে: অনন্য মামুন

শাকিব ভাইয়ের সঙ্গে নতুন আরেকটি সিনেমা হবে: অনন্য মামুন

শাকিব খানের সঙ্গে নির্মাণ শুরুর আগে আলোচনা তোলা ‘দরদ’-এর প্রি প্রডাকশন নিয়ে ব্যস্ত অনন্য মামুন। ২০ অক্টোবর থেকে ভারতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। সেই ছবির আগেই নির্মাতা-অভিনেতার পরের সিনেমার ঘোষণা দিয়ে দিলেন তিনি।

মামুন জানালেন, শুধু ‘দরদ’ নয়, শাকিব খানকে নিয়ে তিনি আরো একটি ছবি নির্মাণ করবেন। সেই ছবির গল্প থেকে শুরু করে প্রি-প্রডাকশনও প্রস্তুত। তবে এই মুহূর্তে ছবির নাম এবং অন্য অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করতে চান না মামুন।

তিনি বলেন, ‘২০২৪ সালে শাকিব ভাইয়ের সঙ্গে নতুন আরেকটি সিনেমা হবে আমার। সব কিছুই পরিকল্পনামাফিক করছি। সামনের মাসেই সেই ছবির বিস্তারিত জানাব।’

অনন্য মামুন বলেন, ‘এপ্রিল ২০২৩ থেকে শুরু হয় দরদের প্ল্যান। মুম্বাই, ইউপি, চেন্নাই, কোলকাতার ও বাংলাদেশের দক্ষ সব টেকনিশিয়ানরা থাকছে দরদ টিমে। কথা উঠেছে শাকিব ভাইয়ের সাথে আমার পরের সিনেমা নিয়ে। এটা সত্যি ২০২৪ ভাইয়ের সাথে আমার নতুন আরেকটি সিনেমার সব কিছু রেডি। তবে সেটা নায়িকার নাম আমরা জানাবো। যারা আমাদেরকে না জানিয়ে ভুল নিউজ করছেন তাদেরকে বলবো। দেশের বাইরের যেন কোন শিল্পী শাকিব খানের সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকবে। একটু সময় দেন, ভুলে যাবেন না বাংলাদেশের দেশের একমাত্র মেগাস্টার শাকিব খান।’

অনন্য মামুনের ভাষ্য অনুসারে, ছয়টি ভাষায় ২৪টি দেশে ছবিটি আগামী বছর ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘দরদ’। এ ছবিতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরো অভিনয় করছেন বাংলাদেশ ও ভারতের তিন ইন্ডাস্ট্রির অভিনেতারা।

এর আগে অনন্য মামুনের পরিচালনা ‘নবাব এলএলবি’ করেছিলেন শাকিব খান। এছাড়া তার মধ্যস্থতায় নির্মিত হয় কলকাতার ছবি ‘চালবাজ’।


মন্তব্য করুন