![রায়হান রাফী-শাকিব খান জুটির ‘তাণ্ডব’ সম্পর্কে যা জানা গেল](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/06/shakib_khan_raihan_rafi_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
শাকিব-শ্রাবন্তীর দুই পর্বে ‘একান্ত আলাপ’
চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘একান্ত আলাপ’। শাহ্ আমীর খসরুর প্রযোজনা ও মাহবুবা ইসলাম সুমির উপস্থাপনায় একান্ত আলাপ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রথম পর্ব এবং ঈদের পঞ্চম দিন বিকেল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় পর্ব।