Select Page

শাবনূর/ ‘রঙ্গনা’ আমার মনের মতো ছবি

শাবনূর/ ‘রঙ্গনা’ আমার মনের মতো ছবি

ভক্ত-অনুরাগী ও কাছের পরিচালকদের না করার অনুরোধ সত্ত্বেও ‘রঙ্গনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন শাবনূর। সম্প্রতি শুটিংও শুরু করেছেন। সেই শুটিংয়ের ছবি প্রকাশ হতেই অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। তবে আরাফাত হোসেন পরিচালিত ‘রঙ্গনা’ নিয়ে আশাবাদী এক সময় ঢালিউড শাসন করা এ নায়িকা। সংবাদমাধ্যমকেই এ কথাই বললেন।

পরিচালক আরাফান হোসেনের সঙ্গে সিনেমার সেটে শাবনূর

বাংলাদেশে এবারের গ্রীষ্ম মৌসুমের শুরুতেই রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে। সে কথা উল্লেখ করে শাবনূর বলেন, “এত গরম পড়বে কে জানত! খুব কষ্ট হচ্ছে ইউনিটের সবার। ঘেমে নেয়ে একাকার। তার পরও ভালো লাগছে, অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। সবচেয়ে বড় কথা, ‘রঙ্গনা’ আমার মনের মতো একটি ছবি। তাই এই কষ্ট সহ্য করতে খারাপ লাগছে না।

২০১৮ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত দশক পুরোনো সিনেমা ‘পাগল মানুষ’। সেই ছবিটিও ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এরপর নায়িকা পর্দার বাইরে ছিলেন।

‘রঙ্গনা’ ছাড়াও চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ এবং আরাফাত হোসেনেরই অন্য ছবি ‘এখনো ভালোবাসি’তে অভিনয়ের কথা শোনা গেছে। এ বিষয়ে শাবনূর বলেন, ‘আমি দুজনকেই বলেছি, তড়িঘড়ি করে কোনো কাজ করতে চাই না। আগে পাণ্ডুলিপিটা মনের মতো হোক, সুন্দরভাবে পরিকল্পনা করে সব গুছিয়ে নিয়ে তারপর শুটিং করা যাবে। আমাকে দর্শক আগে যেমন দেখেছিলেন এখনো তেমন শাবনূর হয়েই ফিরতে চাই। বছরে দরকার হলে একটি বা দুটি ছবি করব, না হলে একটিও করব না। তবে নামের প্রতি অবিচার করব না। শাবনূর হয়ে উঠতে আমার সময় লেগেছে তিন দশক। এক ঝটকায় সেটা ধূলিসাৎ হতে দেওয়া যাবে না।’

শাবনূর অনেক বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। কয়েক মাস আগে সিনেমার ঘোষণার পর তার অস্ট্রেলিয়া ফিরে যাওয়া নিয়ে খবরে বিরক্ত হয়েছিলেন। এবারও সেই প্রসঙ্গ আসতেই বিরক্তি প্রকাশ করেন।

এবারেই কি ‘রঙ্গনা’র কাজ শেষ করে ফেলবেন, নাকি মাঝখানে আবার অস্ট্রেলিয়া ফিরে যাবেন- এমন প্রশ্নে শাবনূর বলেন, ‘বাংলাদেশ আর অস্ট্রেলিয়া নিয়ে এত টানাটানি কেন বলেন তো! আমি বাংলাদেশে থাকলেই বা কী আর অস্ট্রেলিয়ায় থাকলেই কী! আপনি জানেন, গত বছর আমি পাঁচবার দেশে ফিরেছিলাম। কেউ সেটার খোঁজ রেখেছিল? এবারও চার মাসের মধ্যে দুইবার এলাম দেশে। এখানে আমার বাড়ি আছে, ব্যবসা আছে, সরকারকে নিয়মিত ট্যাক্স দিই। তাহলে এত এত দেশে ফেরা নিয়ে কথা হবে কেন? ঠিক করেছি, এখন থেকে কবে দেশে এলাম, কবে গেলাম, কাউকে জানাব না।’ খবর কালের কণ্ঠ।


মন্তব্য করুন