Select Page

শুরু হল সুইট হার্ট-এর শ্যুটিং

Sweet Heart (1)ওয়াজেদ আলী সুমনের নতুন চলচ্চিত্র সুইট হার্ট – এর শ্যুটিং শুরু হয়েছে এফডিসি-তে। ছবিটিতে অভিনয়ের মাধ্যমে অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়ক রিয়াজ

আগামী বিশদিন টানা এফডিসির বিভিন্ন ফ্লোরে চলচ্চিত্রটির শ্যুটিং চলবে। সুইট হার্ট চলচ্চিত্রে অভিনয় করেছে বিদ্যা সিনহা মীম, বাপ্পী, শম্পা রেজা, প্রবীর মিত্র প্রমুখ। ছবিটির প্রযোজনা করেছে ডিজিটাল মুভিজ। কাহিনী লিখেছেন এস রাজ, সংগীত আহমেদ হুমায়ুন এবং চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবু


মন্তব্য করুন