Select Page

শেষ প্রান্তিকের পরীক্ষায় নিপুণ !

শেষ প্রান্তিকের পরীক্ষায় নিপুণ !
image_42415

নায়িকা নিপুণ

নিপুণ আসলে কোন প্রজন্মের নায়িকা? সিনিয়র তারকা মান্নার সাথে যখন জুটি বেঁধেছিলেন তখন তার ভূমিকা ছিল অনেকটা দ্বিতীয় সারির নায়িকা। আবার তরুন নায়ক নিরবের সাথে জুটি বেধে কয়েক বছরের রেকর্ড ফ্লপ ছবির নায়িকা হিসেবে পরিচিত হয়েছেন। কিছুদিন পরেই মুক্তি পাচ্ছে তরুন নির্মাতা শাহীন কবির টুটুলের ছবি ‘এইতো ভালোবাসা’। বর্তমান সময়ে আইরিন, মাহিদের তুলনায় নিপুন আবার সিনিয়র নায়িকা।

নিজেকে নিয়ে সচেতন হয়েছেন অবশ্য নিপুন, ফিগার নিয়ে ভাবছেন, ভালো গল্প নিয়েও ভাবছেন। কিন্তু যারা ‘ভাবেন’ তারা কি ছবি পান? কমেডি নির্ভর চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’ তাই নিপুনের জন্য একটি বড় পরীক্ষা। দেখা যাক সফল হতে পারেন কিনা নিপুণ।

সূত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন