Select Page

শেষ হলো পিপড়া বিদ্যার শুটিং

শেষ হলো পিপড়া বিদ্যার শুটিং

faruki-BG-72520130704092505ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ৪০ দিন কাজের মাধ্যমে শেষ হলো মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়া বিদ্যা’ সিনেমার শুটিং।

ভারতীয় অভিনেত্রী ও উপস্থাপক শিনা চৌহান, নূর ইমরান মিঠু, সাব্বির হাসান লিখন, মুকিত জাকারিয়াসহ অনেকে অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে। 

চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে প্রযোজনা সংস্থার। এর মাস দুয়েক আগে রিলিজ দেয়া হবে অফিসিয়াল ট্রেইলার ও পোস্টার।

সুত্র: বাংলা নিউজ ২৪.কম


মন্তব্য করুন