Select Page

সংসদ নির্বাচনে শাকিল খান!

সংসদ নির্বাচনে শাকিল খান!

২০১৯ সালে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ‘আমার ঘর আমার বেহেশত’ তারকা।

বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলেও জানিয়েছেন শাকিল। তবে কোন আসন থেকে মনোনয়ন চাইবেন, সে বিষয়ে এখনই স্পষ্ট করে বলতে চাননি, ‘মানুষের জন্য কাজ করতে চাই। সুযোগ পেলেই সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োগ করি। সংসদ সদস্য হতে পারলে আরো ভালোভাবে মানুষের সেবা করতে পারব। এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছি। আশা করছি, আমার স্বপ্ন সার্থক হবে। ’

এর আগে চট্টগ্রামে একটি ক্লিনিক স্থাপন করেছেন শাকিল। বয়স্কদের পুনর্বাসনের জন্য গাজীপুরে জমিও কিনেছেন।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন