Select Page

‘আমি শুরু করছি মাত্র, শেষ করবেন আপনারা’ (ট্রেলার)

‘আমি শুরু করছি মাত্র, শেষ করবেন আপনারা’ (ট্রেলার)

‘আমি শুরু করছি মাত্র, শেষ করবেন আপনারা’- এ সংলাপের মাধ্যমে শেষ হয় ‘সত্তা‘র ট্রেলার।সিনেমার চুম্বক অংশ নিয়ে নির্মিত ট্রেলারটি মুক্তি পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর থেকে দর্শকদের প্রশংসা পাচ্ছে। পাশাপাশি সমালোচনাও রয়েছে।

‘সত্তা’ পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম। মুক্তি পাবে ৭ এপ্রিল।


মন্তব্য করুন