সরকারি অনুদান নিয়ে আক্ষেপ কবরীর
ঢাকাই ছবির মিষ্টি নায়িকা সারাহ বেগম কবরী অনেকদিন আগে ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের একটি চলচ্চিত্র পরিচালনার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণ এর কাজ শুরু করতে পারছেন না। এরমধ্যে সরকারি অনুদানে ছবিটি নির্মাণের জন্যও চেষ্টা চালাচ্ছেন। কিন্তু দু-দুবার জমা দিয়েও অনুদান পেতে ব্যর্থ হন। খবর যুগান্তর।
কেন অনুদান পেলেন না- জানতে চাইলে কবরী বলেন, ‘এই তুমি সেই তুমি সিনেমার জন্য অনুদান চেয়ে আমি দু’বার চিত্রনাট্য জমা দিয়েছিলাম। কিন্তু আমাকে অনুদান দেয়া হয়নি।’
কবরী আক্ষেপ করে বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছেন, সেই আমি সরকারি অনুদানে ছবি নির্মাণের সহযোগিতা পাচ্ছি না। বারবার চিত্রনাট্য জমা দিতে গিয়ে মাঝখানে অনেক টাকা খরচ হয়ে গেছে।’
উল্লেখ্য, এ অভিনেত্রী ২০০৮ সালে নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় অনুদান কমিটিতে ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন একই সঙ্গে চলচ্চিত্রের অনুদানের কমিটিরও চেয়ারম্যান ছিলাম। আমাকে বলা হয়েছিল, অনুদান পেতে হলে কমিটি থেকে পদত্যাগ করতে হবে। আমি পদত্যাগ করি। সবকিছু মেনে সঠিকভাবে অনুদানের জন্য আবেদন করি। তারপরও কিছু হল না।’
এ প্রসঙ্গে যোগাযোগ করা হয় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষের সঙ্গে। এ বিষয়ে তিনি জানান, ‘প্রথমত আমি কমিটিতে নেই। তাই তিনি কেন পাননি সেটা বলতে পারব না। আর অনুদান দেয়ার একটি প্রক্রিয়া রয়েছে। পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়ে অনুদানের জন্য চলচ্চিত্র আহ্বান করি। যেসব চলচ্চিত্র অনুদান পাওয়ার যোগ্য বাছাই কমিটি সেগুলোকে অনুদান দেয়। এর বাইরে আমি কিছু বলতে পারছি না।’
বর্তমানে কবরী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। বর্ণাঢ্য জীবনের বিপুল ঘটনা-অভিজ্ঞতা নিয়ে কবরীর লেখা ‘স্মৃতিটুকু থাক’ নামের একটি বই এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ।