Select Page

সাগর-শম্পা জুটির চতুর্থ ছবি

সাগর-শম্পা জুটির চতুর্থ ছবি

image_54166_0সাগর ও শম্পা দুজনেই এসেছেন চলচ্চিত্রে এফডিসি ও এনটিভি আয়োজিত সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতা থেকে। খুব বেশি কাজের সুযোগ না পেলেও জুটি বেধে করেছেন বেশ কটি কাজ। এরমধ্যে এই জুটি শিগগির তাদের চার নাম্বার কাজটি শুরু করতে যাচ্ছে।

নতুন এই ছবির নাম ‘মনের মধ্যে লেখা’। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক ঘটছে প্রয়াত পরিচালক মোতালেব হোসেনের ছেলে মাহমুদ হোসেন মুরাদের। একই সাখে হিট ছবির নির্মাণ প্রতিষ্ঠান ও মোতালেব হোসেনের গড়ে তোলা মেরিনা মুভিজ এই ছবির মাধ্যমে ছয় বছর পর প্রযোজনায় ফিরছে।

নতুন এই অগ্রযাত্রায় মুরাদ সবার দোয়া চান।

২০শে সেপ্টেম্বর থেকে ঢাকায় ‘মনের মধ্যে লেখা’ ছবিটির শুটিং শুরু হবে।

এছাড়া, আজ থেকে মাগুরায় এ জুটি তাদের তৃতীয় ছবি এম ফেরদৌস রেজা পরিচালিত ‘ওয়ান ওয়ে রোড’-এর শুটিং আবার শুরু করবেন। উল্লেখ্য, সাগর-শম্পা অভিনীত প্রথম চলচ্চিত্র মামুন খান পরিচালিত ‘লাভ ইউ প্রিয়া’,  দ্বিতীয় চলচ্চিত্র হাসান কামরুল পরিচালিত ‘এক্সিউজ মি’।

বর্তমানে ‘এক্সিউজ মি’ ছবির গান বিভিন্ন চ্যানেলে প্রদর্শিত হচ্ছে।


মন্তব্য করুন