Select Page

সানি লিওনের সাথে ছবি করছেন না ফেরদৌস

সানি লিওনের সাথে ছবি করছেন না ফেরদৌস

Ferdous - Sunny Leoneভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করনে গতকাল বুধবার ‘এক ছবিতে সানি-ফেরদৌস’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ প্রসঙ্গে ফেরদৌস জানিয়েছেন – এটি গুজব।

কলকাতায় সমাধি ছবির শ্যুটিং শেষ করে গতকালই ফেরদৌস কলকাতা থেকে ফিরেছেন। জানিয়েছেন, সানি লিওনের সাথে ছবি করার বিষয়ে কেউ তার সাথে যোগাযোগ করে নি। যদি কেউ যোগাযোগ করত, তাহলে তিনি প্রথমেই ‘না’ করে দিতেন।

নিজের ভাবমূর্তির ব্যাপারে ফেরদৌস সবসময় সচেতন বলে জানিয়েছেন তিনি। ফেরদৌস আস্বস্ত করেন, দর্শক আহত হতে পারে এমন কোন ছবিতে তিনি অভিনয় করবেন না।

আগামী ১৬ জুন থেকে মুম্বাইয়ে রূপালী গুহ পরিচালিত ‘পরিচয়’ ছবির ডাবিং করবেন ফেরদৌস। সেখান থেকে ফিরে কলকাতায় ঋতুপর্ণার সাথে ‘আকর্ষন’ ছবির শ্যূটিং শুরু করবেন।

সূত্র: প্রথম আলো


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares