Select Page

সিনেমা দেখার আগে ট্রেলার দেখুন

সিনেমা দেখার আগে ট্রেলার দেখুন

Captureঅনেকেই দেখে ফেলেছেন ঈদের দুই সিনেমা ‘রাজাবাবু’ ও ‌’আশিকী’। অনেকে এখনো দেখেননি। বন্ধুদের জন্য অপেক্ষা করছেন। আবার কারো হাতে সময় কম। বুঝতে পারছেন না কোন সিনেমাটি দেখবেন। আসুন ট্রেলার দেখে বেছে নেওয়া যাক-

রাজা বাবু

প্রায় এক দশক ধরে প্রতি ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের সিনেমা। তার জনপ্রিয়তা সিনেমার দর্শকদের উন্মাদনা ও আনন্দ দেখলেই বোঝা যায়। শাকিবের সিনেমা হচ্ছে ঈদের অতিরিক্ত আকর্ষণ। আর সাথে যদি থাকে নায়িকা অপু বিশ্বাস, তবে তো কোন কথাই নেই। আর সেই ধারাবাহিকতায় এবারে আসছে শাকিব-অপু জুটির ‘রাজা বাবু’। আরো আছেন ববি। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন

আশিকী

এবারের ঈদে দর্শক প্রথমবারের মতো নুসরাত ফারিয়াকে নায়িকা হিসেবে দেখতে পাবে। ছবি মুক্তির আগেই তিনি আলোচনায় এসেছেন। প্রথম জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ করার দরুণ, দ্বিতীয়ত বলিউডের নায়ক ইমরান হাশমির বিপরীতে এক হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হবার খবরে।

দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ ইতিমধ্যেই কলকাতায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। রোমান্টিক ঘরানার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি

https://youtu.be/M5OhhEGBrOs

 


১ টি মন্তব্য

  1. শাকিব খান এবং বদউল আলম খোকন আবারও টোটোল চুরি করা ফিল্ম লিলিজ করলো। ট্রেইলার দেখে ই বোঝা যায় ফিল্মটি তেলেগু ফিল্ম দাম্মু এর থেকে পুরোটাই চুরি করা। দা্ম্মু লিলিজ হয়েছিল ২০১২ সালে, অভিনয়ে তারাকা রামা রাও জুনিয়র, তৃষা ও কার্তিকা নায়ার।

মন্তব্য করুন