Select Page

সিনেমার বাজেট কমাতে অল্প সময়ে শেষ হচ্ছে শুটিং

সিনেমার বাজেট কমাতে অল্প সময়ে শেষ হচ্ছে শুটিং

১০ নভেম্বর সৈকত নাসির ‘বর্ডার’ ছবির শুটিং শেষের ঘোষণা দেন। জানা যায়, মাত্র ২০ দিনে শেষ হয় এই ছবির কাজ। এমন চিত্র হালর অনেক ছবিতেও। মূলত বাজেট কমাতে অল্প সময়ে শেষ হচ্ছে শুটিং। নির্মাতারা সাশ্রয়ী বিনিয়োগের মধ্যে দেখছেন ছবির সাফল্য।

এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ। সেখানে শেষ দিনের শুটিংয়ে সৈকত নাসির বলেন, ‘দম ছাড়ার সময় নেই। ভোর হলেও আজ ক্যামেরা ক্লোজ করতে হবে। প্রযোজককে বলেছি, মাত্র ২০ দিনে গানসহ ছবির পুরো শুটিং শেষ করে দেব। আমি কথা রাখতে চাই।’ সেদিন ভোর ৪টায় ক্যামেরা ক্লোজ করে রীতিমতো পার্টিও করেছেন।

সৈকত এর আগে ‘ক্যাসিনো’ ছবিরও গানসহ মাত্র ২০ দিনে শুটিং শেষ করেছিলেন। সৈকতের মতো অনন্য মামুনও কম দিনে ছবি শেষ করেন। ‘সাইকো’ ছবিটি গানসহ মাত্র ২৩ দিনে শেষ করেছিলেন তিনি। শুধু তা-ই নয়, শাকিব খানের মতো তারকাকে নিয়ে ‘নবাব এলএলবি’র দুটি গান বাদে মাত্র তিন সপ্তাহে শেষ করেছেন। মাহির ভিসা জটিলতার কারণে গান দুটি শেষ করতে পারেননি।

থেমে নেই ইফতেখার চৌধুরীও। তার নতুন ছবি ‘মুক্তি’ নির্মাণ করবেন মাত্র ১৮ দিনে। টিম নিয়ে নোয়াখালী গিয়ে গানসহ দৃশ্যের শুটিং শেষ করে ঢাকায় ফিরবেন।

এদিকে সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ ছবির শুটিং হয়েছে ছয় দিন। পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক জানালেন, ছয় দিনেই একটি গানসহ ছবির অর্ধেক শুটিং শেষ! বাকি অংশের শুটিং করবেন আরো ১০ দিনে। মাত্র ১৬ দিন! এত কম দিনে শুটিং করলে কি ছবির মান ঠিক থাকে? জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া মানিক বলেন, ‘খালি চোখে দেখলে কম দিনে শুটিং শেষ হয়ে যাচ্ছে মনে হয়। আসলে তা নয়। দিনে ১৬ ঘণ্টা করে শুটিং করেছি। আগে আমরা পুরো দিন, মানে দুই শিফট ধরতাম। আর সেটি সময় হিসাব করলে হতো আট ঘণ্টা। তাহলে ১৬ ঘণ্টা শুটিং মানে একেক দিনে দুই দিনের কাজ করছি আমরা। ১৬ দিনে ছবি শেষ মানে কিন্তু আগের হিসাবে ৩২ দিন!’

সময় নিয়ে শুটিং করা পরিচালকদের অন্যতম সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন ও মালেক আফসারী। তারাও এখন প্রযোজকদের ২০ থেকে ২৫ দিনের বেশি শিডিউলের কথা বলছেন না। বদিউল আলম খোকন সম্প্রতি ‘দায়মুক্তি’ নামের একটি ছবির অতিথি পরিচালক হিসেবে শুটিং করে দিচ্ছেন।

খোকন বলেন, ‘উত্তরায় মাত্র তিন দিনে আমি সাত দিনের শুটিং করেছি। এমন গতিতে আগে কখনো কাজ করিনি। পুরো ছবিটার নভেম্বরেই শুটিং শেষ করে দেওয়ার আশ্বাস দিয়েছি প্রযোজককে।’

কেন শুটিং শিডিউল হঠাৎ করে কমিয়ে আনা হলো? এ বিষয়ে পরিচালক মালেক আফসারী বলেন, “আমি ‘অন্তর জ্বালা’র শুটিং করেছিলাম টানা তিন মাস। সেই আমি শাকিব খানের ‘পাসওয়ার্ড’ করেছি মাত্র ২৮ দিনে। এখন ‘ধামাকা’ করতে যাচ্ছি ২২ দিনে। জানি অনেক কষ্ট হবে, তবে করার কিছু নেই। শুটিং কম দিনে করতে পারলে প্রযোজকের খরচ কমবে। এক দিন শুটিং মানে প্রায় দুই লাখ টাকা। আমরা যদি ২০ দিন শুটিং কমাতে পারি তাহলে প্রথমেই প্রযোজক ৪০ লাখ টাকা বাঁচাতে পারলেন। আসল কথা হলো, ছবির বাজেট কোনোভাবেই কোটি ছাড়ানো যাবে না এখন। নইলে পুঁজি ফেরত পাওয়া সম্ভব হবে না। তাই সবাই চেষ্টা করছেন শুটিং খরচ কমিয়ে আনতে।’

দিনরাত ১৬ ঘণ্টা শুটিং করলে কি অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামার থাকে? এমন প্রশ্নের উত্তরে ‘নবাব এলএলবি’ ছবির নায়িকা মাহিয়া মাহি বলেন, ‘মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ি সত্যি, তবে পাশে যখন দেখি প্রডাকশন বয়, মেকআপশিল্পীরা কাজ করে যাচ্ছেন, এমনকি পরিচালকও ক্যামেরার সামনে অ্যাকশন-কাট বলে যাচ্ছেন, তখন আবার শক্তি ফিরে পাই।’


মন্তব্য করুন