Select Page

সিনেমায় ফিরছেন পূর্ণিমা

সিনেমায় ফিরছেন পূর্ণিমা

ভালো গল্প ও চরিত্রের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এজন্য তিনি মাঝে অনেক ছবির প্রস্তাব পেলেও সেসবে সাড়া দেন নি। কারণ মনপছন্দ একটি গল্পের জন্য অপেক্ষা ছিল তার। এবার অবসান হয়েছে সে অপেক্ষার। অবশেষে হাতে পেয়েছেন সেই ধরনের একটি পছন্দের গল্প। ছবির নাম ‘ভবঘুরে’। খবরটি জানালো মানবজমিন।

ছবিটি পরিচালনা করবেন স্বপন আহমেদ। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ ছবির চিত্রায়ণ শুরু হবে। এরইমধ্যে ছবির বিষয়ে পরিচালকের সঙ্গে কথা হয়েছে পূর্ণিমার।

এ প্রসঙ্গে মানবজমিনকে বলেন, ইউরোপের শহর ফ্রান্সে বেড়ে ওঠা একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। অনেক সুন্দর একটি কাহিনী। গল্পটি নিয়ে পরিচালক এরই মধ্যে কথা বলেছেন। ছবির কাহিনীটা আমার পছন্দ হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের পর ইউরোপে এ ছবির শুটিং শুরু হবে।
আরো বলেন, সম্প্রতি আমি এ্যাম্বেসীতে পাসপোর্ট জমা দিয়েছি। সব ঠিক থাকলে আগামী মাসেই ইউরোপে রওনা করব। ফ্রান্সের কে কে প্রোডাকশনের পাশাপাশি এ ছবির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

ছবিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে পূর্ণিমা বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম থাকবে নীরা। কাহিনীতে দেখা যাবে, পড়াশুনা শেষ করে চাকুরী খুঁজতে থাকি আমি। আর আমার বাবা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। তাই মাকে সঙ্গে নিয়েই দেশের বাইরে চলতে থাকে আমার জীবনযুদ্ধ। এরমধ্যে একটি মিথ্যে মামলাতেও ফেঁসে যাই আমি। এর চেয়ে বেশি কিছু এখন জানাতে চাই না। ফ্রান্স ও সুইজারল্যান্ডে এ ছবির চিত্রায়ণ হবার কথা রয়েছে। আশা করি, ছবিটি ভালো হবে। এখন শুধু ভিসার জন্য অপেক্ষা করছি।


মন্তব্য করুন