Select Page

সিমলা-মামুনের অসম প্রেমের প্রথম গান

সিমলা-মামুনের অসম প্রেমের প্রথম গান

prem-kahon-mamun-simla

অসম প্রেমের কাহিনিতে নির্মিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র নাম এখন ‘প্রেম কাহন’। দীর্ঘ সময়ের অপেক্ষার পর মুক্তি পেল সিনেমাটির প্রথম গান।

মামুনসিমলার রোমান্স নির্ভর গান ‘জোছনারা ঘরে আসে’ প্রকাশ হয়েছে বৃহস্পতিবার রাতে। ছবিটির নির্মাতা রুবেল আনুশের লেখা চমৎকার কথা ও সুরের গানটিতে সঙ্গীতায়োজন করেছেন আবিদ রনি। কণ্ঠ দিয়েছেন আকাশ।

নির্মাণের শুরু থেকে সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রচারণা দেখা গেলেও ‘জোছনারা ঘরে আসে’ গান বেশ রুচিশীল ও পরিচ্ছন্ন। সিনেমার গল্প ব্যতিক্রম হলেও এ ধারা বজায় থাকবে পুরো নির্মাণে— তেমনটাই আশা করা যায়।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শিমুল খান ও বিপাশা কবির।


মন্তব্য করুন