Select Page

সুইট মুখের সমন্বয়ে সুইট হার্ট

সুইট মুখের সমন্বয়ে  সুইট হার্ট

Sweet Heart (5)
আসছে ভালবাসা দিবসে ভালবাসার ব্যাখা দিতে আসছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত চলচ্চিত্র  সুইট হার্ট। কিছুক্ষন  আগে  এই সিনেমার ট্রেলার  দেখলাম , দেখে মনে হল কিছু সুইট মুখ আর তাদের সুইট লোকের জন্যই এর নাম হয়তো সুইট হার্ট।

বাপ্পী– এই সিনেমায় তার নাম জিসান। তাকে  এই ছবিতে  তার অভিনীত অন্যান্য ছবি  থেকে কিছু ভিন্ন  লোকে উপস্থাপন  করা হয়েছে যা দর্শক আগের ছবিগুলোতে দেখে নাই। তবে কিছু কিছু  জায়গাতে বাপ্পীর এক্সপ্রেশন যাথার্থ মনে হয়নি।মনে হয়ছে আরেকটু  ভাল হতে পারত।

মীম – মীম এই ছবিতে খ্রিস্টান মেয়ে বিলিনা চরিত্রে অভিনয় করতে দেখা দেছে। মীমের অভিনয় বা লোকের ব্যাপারে কোন প্রশ্ন হবে না , শুধু মুগ্ধ হয়ে দেখলাম।নাচ , অভিনয় ও ডায়লগ ডেলিভারি এক কথায় অসাধারণ।

রিয়াজ – তাকে এখানে রিচার্ড নামের লন্ডন প্রবাসী যুবকের চরিত্রে দেখা যাবে। রিয়াজের কথা কি বলব হাফ সেঞ্চুরি পার করে দিয়েছেন তার পরেও তাকে অসাধারন দেখাছে।যতটুকু ট্রেলারে ছিল তাতে তিনি যা দেখালেন এক কথায় তিনি যে কিংবদন্তী অভিনেতা তার আচ্ পেয়েছি।

মোট কথায় সুইট হার্টের ট্রেলার দেখে যা মনে হল ইহা একটা তিন কোনের রোমান্টিক বাংলা সিনেমা যেমনটা ভালবাসা দিবসে এদেশের দর্শক দেখতে চায়।

কাহিনি ধারণা – ট্রেলার দেখে যেমনটা মনে হচ্ছে তা হল: নায়িকার পরিবার তার বিয়ে লন্ডন প্রবাসী রিয়াজের সাথে দেওয়ার কথা দিয়েছে।নায়িকা তাতে রাজি ছিল কিন্তু হঠাৎই বাপ্পীর সাথে ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। হতে পারে রিয়াজের সাথে নায়িকার বিয়ে হয়ে যায় তারপর তাদের বৈবাহিক জীবনে ঝড় হয়ে আসে বেপরোয়া বাপ্পী। আর তাদের এই কাহিনীর সমাপ্তি কি হতে পারে আন্ধাজে বলা কঠিন তবে হতে পারে রক্ত বা শুভ পরিনয়।

গান: এই সিনেমার গান গুলো চমৎকার।প্রতিটি গান মানুষ গ্রহন করেছে। তবে গানের সাথে বাপ্পীর নাচ ছিলনা তা ভাল লাগেনি। তাতে শুধু দৌড়াতে আর পালাতে দেখলাম। মীমের নাচ অসাধারন তবে সাথে বাপ্পী কে নাচলে ভাল হত।(এক মুঠো প্রেম)। এক ঝলক গানে বাপ্পীর এক্সপ্রেশন যাথার্থ্য মনে হয়নি। বিধাতা গানে মোটামুটি । রিরিয়াজের সাথে মীমের যে গানটা তা বাকি গুলোর থেকে অভিনয় ও এক্সপ্রেশনের দিক দিয়ে ভাল। তবে সব গুলি গানের লিরিক , সুর ও কন্ঠ চমৎকার।

আরেকটা কথা: এই ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন অনেক কপি (নকল) তবে সফল সিনেমার লেখক আবদুল্লাহ জহির বাবু তাই বলাই যায় এই ছবির সাথে তামিল বা অন্য যেকোন দেশের যেকোন সিনেমার কিছুটা মিল যদি আপনে খুজতে চান তাহলে অবশ্যই হলে গিয়ে আপনাকে সিনেমাটা দেখতে হবে।

সুইট হার্টের যাত্রা সুইট হোক।।

অনুরোধ : বাংলা সিনেমার সাথে থাকুন । আর হলে গিয়ে বেশি বেশি বাংলাদেশী বাংলাদেশ সিনেমা দেখুন।


মন্তব্য করুন