Select Page

সুন্দরবন নিয়ে ফেরদৌসের চলচ্চিত্র

সুন্দরবন নিয়ে ফেরদৌসের চলচ্চিত্র

ferdous to produce third film on sundarban named shashmulএক কাপ চা দিয়ে চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন ফেরদৌস। গত বছর সাড়ম্বরে সেই চলচ্চিত্র মুক্তিও দিয়েছেন তিনি। বর্তমানে চলছে আবির খানের পরিচালনায় ‘পোস্টমাস্টার-৭১’ চলচ্চিত্রের কাজ। এরই মাঝে তিনি তার প্রযোজনায় তৃতীয় চলচ্চিত্র নিয়ে কাজ শুরু করেছেন। জানিয়েছেন, সুন্দরবন নিয়ে তৈরী হবে তার তৃতীয় চলচ্চিত্র।

সুন্দরবনকেন্দ্রিক এই চলচ্চিত্র প্রসঙ্গে এনটিভি অনলাইনকে ফেরদৌস জানিয়েছেন বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। তবে শীঘ্রই ছবির কাজ শুরুর সম্ভাবনা নেই। আগামী বছরে ছবিটির কাজ শুরু করার চিন্তা করছেন তিনি।

তবে, ছবির নাম ঠিক করা হয়েছে ইতোমধ্যেই -‘শ্বাসমূল’। ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মসের বাকী দুই চলচ্চিত্রের মত এখানেও প্রধান চরিত্রে ফেরদৌস নিজেই অভিনয় করবেন।

পোস্টমাস্টার-৭১ ছাড়াও বর্তমানে ফেরদৌস মেহের আফরোজ শাওন পরিচালিত চলচ্চিত্র কৃষ্ণপক্ষ শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন।


মন্তব্য করুন