Select Page

সুষমার ব্যস্ততা

সুষমার ব্যস্ততা

2013-06-17-16-59-54-51bf408a23c67-08সুষমা সরকারকে টেলিভিশন নাটকে নিয়মিত দেখা যায়। সাথে সাথে অল্প কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার আদ্যোপ্রান্ত জানান।

চলচ্চিত্রে তার অভিষেকের নূরুল আলম আতিকের ছবি ‘ডুবসাতাঁর’ এর মাধ্যমে।

এরমধ্যে যেসব চলচ্চিত্রের কাজ শেষ, সেগুলো হলো- অনিকেত আলমের ‘আউট অব দ্য বক্স’ ও সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’।

বর্তমানে কাজ করছেন সামুরাই মারুফের ‘পারলে ঠেকা’ ছবিতে।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন