Select Page

সেপ্টেম্বরে পর্দায় ফিরছেন তমা

সেপ্টেম্বরে পর্দায় ফিরছেন তমা

grass

অনেকদিন বড়পর্দায় নেই নায়িকা তমা মির্জা। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে দেখা যাবে তাকে।

নবীন নির্মাতা মারিয়া তুষারের ‘গ্রাস’-এ অভিনয় করেছেন তমা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা। এরপরই নাম লেখাবে মুক্তির মিছিলে।

এ প্রসঙ্গে নির্মাতা মারিয়া প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে শুটিংয়ের যাবতীয় কাজ শেষ করেছি। গানও রেকর্ডিং ও শুটিংও শেষ। এখন সম্পাদনা করছি। এটি শেষ হলেই সেন্সরে জমা দেবে। তারপরই মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ইচ্ছে আছে ঈদুল আজহার পরপরই মুক্তি দেওয়ার। বাকিটা পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

‘গ্রাস’-এ অভিনয় করেছেন তমা মির্জা, আরবি প্রিতম, রানী সরকার, জ্যোতিকা জ্যোতি, রিপন নাথ ও কচি খন্দকার।

একজন তরুণ পরিচালকের সিনেমা নির্মাণের যুদ্ধ ওঠে এসেছে ‘গ্রাস’-এ।


মন্তব্য করুন