Select Page

স্বপ্নজালে আটক পরী

স্বপ্নজালে আটক পরী

pori-moni-sawpnojal1‘স্বপ্নজালের মায়ায় সত্যি সত্যি আবদ্ধ হয়ে পড়েছি। জালে আটকা পড়েছি শুভ্রা চরিত্রটির। এখনও কাটছে না সেই মোহ। তাই দুইটা দিন একটু বিশ্রামেই কাটাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’ বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই বললেন পরী মনি। স্বপ্নজালের দৃশ্যায়ণ শেষে মঙ্গলবার রাতে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন এ নায়িকা।

টানা ১২ দিন গিয়াসউদ্দীন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’র শুটিং হয়েছে কলকাতায়। সাথে ছিলেন কলকাতার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

pori-moni-sawpnojal2

সংবাদমাধ্যমটিকে পরী আরো বলেন, ‘মঙ্গলবার ঢাকায় ফিরলেও শুভ্রা চরিত্র থেকে নিজেকে সরাতে বেশ বেগ পেতে হচ্ছে। এই চরিত্রটা সত্যিই ব্যতিক্রম। গত দুই সপ্তাহ নিজের কথা-বার্তা, আচার-আচরণ পরিবর্তন করেছি। এজন্য এই দুইদিন বিশ্রামে থাকবো। তারপর জমে থাকা কাজগুলো করবো।’

pori-moni-sawpnojal

তিনি বলেন, ‘সব ঠিক থাকলে ডিসেম্বরে আবারও স্বপ্নজালের ক্যামেরা অন হবে চাঁদপুরে।’

চলতি বছরের শুরুতে চাঁদপুরে মাসখানেক সিনেমাটির দৃশ্যায়ন হয়। ‘স্বপ্নজাল’ এ পরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াস রোহান।


মন্তব্য করুন