Select Page

হাসপাতালে বাবর

হাসপাতালে বাবর

সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা বাবর। শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় তার পরিবার। বর্তমানে হলি ফ্যামিলি হাসপাতালে ডাক্তার আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

untitled-9_277346

ডাক্তার জানান, ‘শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবেটিস ও প্রেশারের সমস্যা রয়েছে বাবরের। তবে এক সপ্তাহ চিকিৎসার পর এখন কিছুটা ভালো আছেন তিনি। দু-এক দিনের মধ্যেই বাসায় ফিরে যেতে পারবেন।’

আমজাদ হেসেনের ‘বাংলার মুখ’ ছবিতে নায়ক হয়ে চলচ্চিত্রে তাঁর অভিষেক। এরপর ভিলেন হন তিন শতাধিক ছবিতে। কয়েক বছর ধরে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও অসুস্থতার কারণে ফিরতে পারেননি। তবে এখনো মনোবল হারাননি বলে জানিয়েছে তার পরিবার।

কালের কণ্ঠ অবলম্বনে।


মন্তব্য করুন