Select Page

১৬ বছর পর সিনেমায় মেহের আফরোজ শাওন

১৬ বছর পর সিনেমায় মেহের আফরোজ শাওন

হঠাৎ হঠাৎ গান গাইতে দেখা গেলেও হুমায়ূন আহমেদের মৃত্যুর পর অভিনয়ে আর দেখা যায়নি মেহের আফরোজ শাওনকে। অবশ্য সিনেমায় আগে থেকেই অনুপস্থিত ছিলেন। এবার ১৬ বছর পর সিনে ক্যামেরার সামনে ফিরছেন।

ফসখরুল আরেফীন খানের নতুন চলচ্চিত্র ‘নীল জোছনা’র মাধ্যমে শাওনের প্রত্যাবর্তন ঘটছে। সরকারি অনুদানের চলচ্চিত্রটির শুটিং শুরু হয়ে গেছে। এই মাসে তা শেষ হবে।

অন্যদিনের এক প্রতিবেদনে বলা হয়, ফাখরুল আরেফীন খানের ‘নীল জোছনা’ ছবিতে শাওন অভিনয় করছেন অন্যতম প্রধান চরিত্রে। তাঁর সঙ্গে আরও রয়েছেন বাংলাদেশের তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এস এম নাঈম প্রমুখ। এ ছাড়া রয়েছেন ভারতের পাওলি দাম। ছবিটির ক্যামেরাম্যান রানা দাশগুপ্ত ও সংগীত পরিচালক সাকি ব্যানার্জি। দুজনেই ভারতের নাগরিক। ছবিতে তিনটি গান থাকবে। এর মধ্যে দুটি মৌলিক। গান দুটি লিখেছেন মাহমুদ শাওন ও লয়দীপ। 

মেহের আফরোজ শাওন চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন ‘আলাল দুলাল’-এ। সেখানে তিনি নায়িকা সুচরিতার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন।

পরে তিনি অভিনয় করেন হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ (২০০০)-এ, নায়িকা কুসুমের ভূমিকায়। বিয়োগান্তক পরিণতির এ ছবিতে শাওনের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করে। এরপর করেন ‘দুই দুয়ারী’ (২০০১), ‘চন্দ্রকথা’ (২০০৩), ‘শ্যামল ছায়া’ (২০০৪) ও ‘আমার আছে জল’ (২০০৮) প্রসঙ্গে। এসব ছবিতে যথাক্রমে তরু, চন্দ্র, আশালতা ও নিশাদের ভূমিকায় দেখা যায় শাওনকে।

তিনি হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন ‘কৃষ্ণপক্ষ’। এখানে নেপথ্যে কণ্ঠদানের সূত্রে তিনি শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। সর্বশেষ অভিনয় করেছিলেন ‘আমার আছে জল’ ছবিতে।

অন্যদিকে ‘ভুবন মাঝি’-খ্যাত ফাখরুল আরেফীন খানের নির্মিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘জে কে ১৯৭১’। তিনি ‘আল বদর’ প্রামাণ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। 


মন্তব্য করুন