Select Page

১৭ প্রেক্ষাগৃহে শুরু ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

১৭ প্রেক্ষাগৃহে শুরু ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

আবু রায়হান জুয়েল পরিচালিত ও পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে আজ। ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’- উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন পরীমনি ও সিয়াম আহমেদসহ একাঝাঁক শিশু।

প্রথম সপ্তাহে সিনেমাটি পেয়েছে ১৭টি প্রেক্ষাগৃহ। মোটামুটি সব মাল্টিপ্লেক্সের পর্দায় দেখা যাবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

ঢাকায় দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে সবকটি আউটলেটে। সঙ্গে আছে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী ও চিত্রামহল। চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স, সুগন্ধা ও সিলভার স্ক্রিনে প্রদর্শিত হবে। এ ছাড়া স্টার সিনেপ্লেক্স – রাজশাহী, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স, মনিহার – যশোর ও লিবার্টি – খুলনায়।

ছবির দর্শক সম্পর্কে পরিচালক রায়হান জুয়েল বলেন, আমি মনে করি এখন থেকে শিশুদের নিয়ে ছবি নির্মাণে পরিচালক-প্রযোজকরা উদ্বুদ্ধ হবেন।


মন্তব্য করুন