Select Page

১ টাকায় বঙ্গবন্ধুর বায়োপিক করছেন শুভ

১ টাকায় বঙ্গবন্ধুর বায়োপিক করছেন শুভ

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় শত কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে শেখ মুজিবুর রহমানের বায়োপিকা ‘বঙ্গবন্ধু’। এ বাজেট সত্ত্বেও মাত্র এক টাকার বিনিময়ে এ ছবিরে নাম ভূমিকায় যুক্ত হয়েছেন আরিফিন শুভপ্রথম আলোর এক প্রতিবেদনে জানা গেল খবর করা এ তথ্য।

সংবাদমাধ্যমটিকে শুভ বলেন, ‘ক্ষুদ্র একজন অভিনয়শিল্পী হিসেবে আমার মনে হয়েছে, একটা চরিত্র হয়ে উঠতে গেলে সেটার নার্ভ ধরতে হয়, হোক সেটা ফিকশনাল বা কাল্পনিক। কিসের ওপর ভর করে চরিত্রটা ফুটিয়ে তুলব? শুনেছি, বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না।’

‘মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তাঁর চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যা–ই হোক, আমি নেব না। এ–ও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, পরিশ্রম করব—ফ্রি কাজ করব না। আমি এক টাকা নেব, নিয়েছি।’

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান আরিফিন শুভ। তার আগে পাঁচ দফা অডিশন হয়। দুবার ভারতে, তিনবার বাংলাদেশে। আনুষ্ঠানিকভাবে তাঁকে চূড়ান্ত করার দিন শুভর কাছে জানতে চাওয়া হয়, কোনো শর্ত আছে?

এ প্রসঙ্গে শুভ বলেন, ‘বললাম, শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা।’

কেন? জবাব শুনে তারা মুগ্ধ। পরিচালক শ্যাম বেনেগালের কাছে তার উপাধিই হয়ে গেল ‘ওয়ান টাকা আর্টিস্ট’। শুভ মনে করেন, এটা তাঁর জীবনের অন্য রকম এক স্বীকৃতি। শুভ বলেন, ‘তারা কিন্তু আমার শর্তে সঙ্গে সঙ্গে রাজি হননি। আমাকে ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি আমার হাতে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।’

করোনা মহামারির প্রথম ঢেউয়ের মধ্যেই শুরু হয়েছিল ‘বঙ্গবন্ধু’র কাজ। এরই মধ্যে ভারতের মুম্বাইয়ে হয়ে গেছে ছবির অনেক অংশের শুটিং। শিগগিরই বাংলাদেশ অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares