Select Page

২০১৫ এর বাংলাদেশের সেরা দশ প্লেব্ল্যাক

২০১৫ এর বাংলাদেশের সেরা দশ  প্লেব্ল্যাক

প্রথমেই বলে রাখছি, আমি এই লিস্টে কোন ভারত যৌথ প্রযোজনার সিনেমা রাখছি না। তাই ম্যাজিক মামনিকে গোনায় আনছি না। এতে কেউ আঘাত পেলে আমি নিতান্ত দুঃখিত। কারণ আমি মনে করি, আমাদের বাংলাদেশের সিনেমা যখন যৌথ প্রযোজনা নামক গ্যাঁড়াকলে পড়ে, ওটা কেবলই ভারতীয় সিনেমাই হয়ে থাকে। বাংলাদেশের এক দুইজন অভিনেতা নিলেই, ওইটা যৌথ প্রযোজনা হয়ে যায় না। যাক এইসব থাক, আমার লিস্ট করা ২০১৫ সালের সেরা দশ মুভির গানগুলো দেখে নেই। লিস্টের গানগুলো আগপিছু হতে পারে আপনার পছন্দের সঙ্গে, তা আগেই বলে নিচ্ছি।

১) ছুঁয়ে দিলে মন
সিনেমার নামঃ ছুঁয়ে দিলে মন
শিল্পীঃ তাহসান, কণা
গানের চিত্রায়নেঃ শুভ, মম
পরিচাল্কঃ শিহাব শাহীন
1কি ইউটিউব ভিউয়ারস দিয়ে বিবেচনা করা হোক, কি সুর, তাল কিংবা কথা দিয়ে বিবেচনা করা হোক, এই গানটি গত বছরের সেরা গান। বছর শেষ হয়ে গেছে, দেশের প্রত্যেকটি এফএমে একবার হলেও দিনে এই গান বাজান হয়। তাহসানের অসাধারণ উপহার এই গানটি

 

২) শুন্য থেকে আসে প্রেম
সিনেমার নামঃ ছুঁয়ে দিলে মন
শিল্পীঃ ইমরান, কণা
গানের চিত্রায়নেঃ শুভ, মম
ছুঁয়ে দিল মন সিনেমার আরেকটি মাস্টারপিস। চ্যানেল আই সেরা কণ্ঠের ইমরানের গাওয়া এ গানের অন্যতম আকর্ষণ মমর নাচ। এই গানের সঙ্গে দারুণ নেচেছেন তিনি।

৩) মনের দুয়ার খুলে দিলাম

সিনেমার নামঃ আরও ভালবাসবো তোমায়
শিল্পীঃ হাবিব ওয়াহিদ, পড়শি
গানের চিত্রায়নেঃ শাকিব খান, পরী মনি
পরিচালকঃ এস এ অলীক
2এস এ অলীকের মুভি মানেই হাবিবের গান। আর হাবিবের গান মানেই বাম্পার কিছু। হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভাল্বাসার পর দীর্ঘ বিরতি নিয়ে আবার ধামাকা আনল অলীক, “আরও ভালবাসব তোমায়” নিয়ে আর সিগ্নেচার গান হয়ে থাকল হাবিব পড়শির “মনের দুয়ার খুলে দিলাম” ।এই গানে বাহারি রঙয়ের ছাতার ব্যবহার চোখকে তৃপ্তি দিয়েছে।

৪) কোথায় যাবি হায়
সিনেমার নামঃ স্বপ্ন যে তুই
শিল্পীঃ পারভেজ সাজ্জাদ
চিত্রায়নেঃ আঁচল, ইমন
পরিচালকঃ মনিরুল ইসলাম সোহেল
3সাধারণত ক্লাসিক্যাল ধাঁচে গান গায় পারভেজ সাজ্জাদ। তাই এই রোম্যানটিক গানের সঙ্গে একটা সুফিয়ানা আদল মিশিয়ে, অসাধারণ ঘরানার গান হয়েছে এটি। পাগল করা রঙয়ের ব্যবহার হয়েছে এই গানের দৃশ্যে। ইমন আর আঁচল পুরা সিনেমা জুড়ে কি অভিনয় করেছে আমি জানি না, কারণ মুভিটি দেখা হয় নি, কিন্তু এই দৃশ্যে ফাটিয়ে দিয়েছে দুইজনে।

৫) আলোকিত দিন
সিনেমার নামঃ পদ্ম পাতার জল
শিল্পীঃআসিফ, পড়শি
চিত্রায়নেঃ ইমন, মীম
পরিচালকঃ তন্ময় তানসেন
4সিনেমার মূল কাহিনীই ছিল জমিদার আর বাইজির প্রেম। তাই গানগুলো মুজরা ধাঁচের হবে সেটাই অনুমেয়। কিন্তু এই গানটি কোন মুজরা ধাঁচের হয় নি, নর্মাল রোম্যান্টিক গানটিই ছবির সিগ্নেচার গান হিসেবে সবার কাছে সমাদৃত হয়েছে। তবে অনেকের মতে, আসিফের ভরাট গলার সঙ্গে ,পড়শির প্রায় বাচ্চা গলা যেন মিল পায় নি। পড়শির চাইতে মীম বড় দেখে, মীমের লিপ সিনে ওই শিশুসুলভ গান যেন একটু দৃষ্টিকটুই লাগছিল।

৬) এতো কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে
সিনেমার নামঃ ওয়ার্নিং
শিল্পীঃ জেমস
চিত্রায়নঃ আরেফিন শুভ
পরিচালকঃ সাফি উদ্দিন সাফি
5জেমসের গান। আর কিছু কি বলব ?

৭) যদি বলি এই আমি অগোচরে
সিনেমার নামঃ রান আউট
শিল্পীঃ ব্যান্ড ভাইকিংস, রিন্টি
চিত্রায়নঃ সজল, মৌসুমি নাগ
পরিচাল্কঃ তন্ময় তানসেন
6জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস পুরো সিনেমার মিউজিক কভার করেছে। তাই অসাধারণ হবেই গানগুলো, সেই নিয়ে ভাবার অবকাশ নেই। তবে সব গুলো গানের চাইতে আলাদা ছিল এই রোম্যান্টিক গানটা। আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ছোটবেলার ওয়েস্ট লাইফ বা ব্যাকস্ট্রিট বয়েজের মিউজিক ভিডিওর দিনগুলোতে।

৮) অচেনা ছিলে চেনা পৃথিবীতে
সিনেমার নামঃ অচেনা হৃদয়
শিল্পীঃ বেলাল খান, নওমি
চিত্রায়নঃ রুদ্র সুমন, প্রসূন আজাদ
পরিচালকঃ এস আই খান
8সিনেমাটি হলে খুব বেশীদিন চলে নি। নবাগত পরিচালক, নবাগত নায়ক এবং ছোটপর্দা থেকে আসা প্রসুনকে দর্শক খুব সাদরে নেয় নি। পুরো সিনেমার কাহিনীটা ভালই ছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে এই টাইটেল ট্র্যাকই অনন্য করে রাখবে এই মুভিকে। মুভির এই গান নিয়ে আসলেই কিছু বলার নাই। ফ্লপ মুভির সেরা গান এটি।

৯) আলোটাই দেখেছ
সিনেমার নামঃ জিরো ডিগ্রি
শিল্পীঃ জেমস
চিত্রায়নঃ মাহফুজ, জয়া, রুহি
পরিচালকঃ অনিমেষ আইচ
9জেমসের গান, অনিমেষ আইচের মুভি! জিরো ডিগ্রি ! অসাধারণ গান। পুরো সিনেমাটাই অসাধারণ। গান এই সিনেমার প্রাণ ছিল না, ছিল কাহিনী। তবুও জেমসের এই গান শুরু হবার সঙ্গে সঙ্গে দর্শক স্বভাবমত সিটি বাজিয়ে উঠেছিল হলে।

১০) শোন তুমি
সিনেমার নামঃ ওয়ার্নিং
শিল্পীঃ শাফিন , ন্যান্সি
চিত্রায়নঃ শুভ, মাহি
পরিচালকঃ সাফি উদ্দিন সাফি
10মাইলসের সাফিনের প্লেব্যাক গান এটি ! যারা মাইলসভক্ত, তারা কোন কারণ ছাড়াই এই গান পছন্দ করবে। আমার তাই হয়েছে।


মন্তব্য করুন