Select Page

২৫ হলে নেমে এলো ‘লিডার আমিই বাংলাদেশ’

২৫ হলে নেমে এলো ‘লিডার আমিই বাংলাদেশ’

ঈদের সিনেমা সাধারণত টানা দুই সপ্তাহ একই পরিমাণ হলে প্রদর্শিত হয়। এরপর জনপ্রিয়তার দৌড়ে পর্দা কম-বেশি হয়। এই ঈদুল ফিতরে ১০০ হলে মুক্তি পাওয়া শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ নেমে এসেছে ২৫ হলে।

বিষয়টি সম্পর্কে নির্মাতা তপু খান কালের কণ্ঠকে বলেন, ‘শাকিব খানের সিনেমা ১০০ হলে অগ্রিম টাকা দিয়ে হল মালিকরা নিয়ে গেছে। কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে হল মালিকরা অগ্রিম টাকা দিয়ে সিনেমা নিতে চাইছেন না। ১০০-এর বেশি হল মালিক যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। যার অধিকাংশই শাকিবের সিনেমা চালাতে চান, কিন্তু অগ্রিম টাকা দিতে চান না। চালাতে চান শেয়ারে।’

প্রযোজক হল মালিকদের এই শর্তে রাজি নন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রযোজক অগ্রিম টাকা ছাড়া সিনেমা দিতে রাজি নন। অন্য আরো সাতটি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। যারা বিনা মূল্যে হলগুলোকে দিতে প্রস্তুত। যার ফলে অনেকেই সেসব সিনেমা চালাতে চাইছেন।’

অবশ্য পিআর নির্ভর সংবাদমাধ্যমের কারণে আজকাল সিনেমার সঠিক খবরও পাওয়া মুশকিল। সিনেমাটির ব্যবসা নিয়ে আসেনি সুস্পষ্ট খবর। এর আগে বলা হয়েছিল, মাল্টিপ্লেক্সে ঈদের বাংলা সিনেমার জয়জয়কার। কিন্তু এ সপ্তাহে এসে ‘জ্বীন’ ছাড়া কোনো ছবির ক্ষেত্রে সেই ছাপ পাওয়া যায়নি।

‘লিডার আমিই বাংলাদেশ’-এর ব্যবসা প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে প্রযোজক আশিকুর রহমান বলেন, ছবি মুক্তির পর সবখানে হলভর্তি দর্শক দুই সপ্তাহে ‘লিডার’ দেখেছেন এবং হিট গেছে। এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে সিঙ্গেল স্ক্রিন থেকে প্রযোজকের কাছে লাভের টাকা আসার প্রক্রিয়া অনেক জটিল। আশা করছি ‘লিডার’ লগ্নীকৃত অর্থ উঠে আসবে।

পরিচালক তপু খান বলেন, সিনেপ্লেক্স-সিঙ্গেল স্ক্রিন মিলে দুই সপ্তাহ টানা ব্যবসা করে সুপারহিট হয়েছে। আরও এক সপ্তাহ যদি আমরা ‘লিডার’ চালাই তাহলে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোর প্রযোজকরা বিপদে পড়বেন।

হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমাস দাশ বলেন, সারদেশ বিবেচনা করলে ব্যবসায়িক লাভের দিক থেকে প্রথমে থাকবে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার’।

এ দিকে চলতি সপ্তাহের পর ঈদের কোনো ছবি ততটা সাড়া পাবে না বলে আশঙ্কা দেখা যাবে। কারণ এবার ‘পরাণ’ বা ‘হাওয়া’র মতো আলোচিত কোনো ছবি নেই। এছাড়া ১২ মে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ আসছে। কয়েক মাস পুরোনো হলেও সিনেমাটি নিয়ে আমদানিকারকরা আশাবাদী।


মন্তব্য করুন