Select Page

৩ চলচ্চিত্রের গানে জেমস

৩ চলচ্চিত্রের গানে জেমস

jemsপর পর তিনটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এলেন জেমস। সর্বশেষ শুক্রবার জেমস কণ্ঠ দিয়েছেন সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর ও সংগীতে ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রে।

‘বড় কষ্ট কষ্ট লাগে এই অন্তরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল। ছবিটি পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি।

আরো কন্ঠ দিয়েছেন ‘সত্ত্বা’ ও ‘জিরো ডিগ্রি’ ছবির গানে। এ চলচ্চিত্রে বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীতে ‘আগুন জ্বেলেও ডুবলাম আমি, দিলাম তাতে ঝাঁপ, তোমার আমার প্রেম ছিল পুরোটাই পাপ’ এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন।  ছবিটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল।

‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রের গানটিরও রেকর্ডিং হয়েছে সম্প্রতি। ‘ভালবাসা ও ঘৃণা’ শিরোনামের গানটি লিখেছেন চলচ্চিত্রটির পরিচালক অনিমেষ আইচ। সুর ও সঙ্গীত পরিচালনায় প্রিন্স মাহমুদ।

চলচ্চিত্রে জেমসের গাওয়া প্রথম গান মান্না প্রযোজিত-অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’ ছবির ‘আসবার কালে আসলাম একা’।  এ গানের কথা লিখেছিলেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন ইমন সাহা। এরপর তিনি ‘মাটির ঠিকানা’ চলচ্চিত্রে একটি গান গেয়েছিলেন। দুটি গানের ভিডিওতে তিনি অংশ নিয়েছিলেন।
এছাড়া তার পুরানো গান বিভিন্ন চলচ্চিত্রে নানা সময়ে ব্যবহৃত হয়েছে।

 


মন্তব্য করুন