Select Page

৪ কোটি টাকা বাজেটে অনুদানের ‘মায়া’, ভিএফএক্সে খরচ দেড় কোটি

৪ কোটি টাকা বাজেটে অনুদানের ‘মায়া’, ভিএফএক্সে খরচ দেড় কোটি

২০২১-২২ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে শাকিব খান প্রযোজিত ‘মায়া’, এ ছবিতে অভিনয়ও করবেন তিনি। পরিচালনায় আছেন হিমেল আশরাফ।

সম্প্রতি এ ছবির বাজেট সম্পর্কের জানালেন শাকিব। কালের কণ্ঠকে এক সাক্ষাৎকারে জানান, ‘মায়া’র বাজেট ৪ কোটি টাকা। এর মধ্যে ভিএফএক্সে খবর হবে প্রায় অর্ধেক।

শাকিব খান বলেন, বাণিজ্যিক ধারার ছবিগুলোকে সাধারণত অনুদান দেওয়া হয় না, এবার সেটার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এটাকে সাধুবাদ জানাতেই হয়। সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার ছবিটা হবে না। ‘মায়া’র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে চার কোটি ছাড়িয়ে যাবে বাজেট। অনুদানের টাকাটা পাওয়ায় ভালোই হলো।

এ দিকে ছবির কাহিনি প্রসঙ্গে নিউজবাংলাকে পরিচালক হিমেল আশরাফ বলেন, রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমা হবে ‘মায়া’। এর সঙ্গে থাকবে পিরিওডিক ব্যাপারও। চলতি বছরেই সিনেমার শুটিং শুরু করতে চান পরিচালক। পুরো কাজ হবে বাংলাদেশেই।

বাণিজ্যিক ছবির জন্য অনুদান নিয়ে সম্প্রতি বেশ সমালোচনা হচ্ছে। তবে নিজেদের বাজেটের ঝুঁকি কমাতে অনুদান সাহায্য করবে বলে জানান পরিচালক।

হিমেল আশরাফ বলেন, ‘প্রথমত সবাই চান একটা ভালো সিনেমা বানাতে। আর ভালো সিনেমা বানাতে ভালো একটা বাজেটও প্রযোজন হয়। দ্বিতীয়ত, এই বাজারে বেশি বাজেটের সিনেমা বানিয়ে টাকা ফেরত আনা সম্ভব না। তাই এ সময়টাতে যতটা সম্ভব পৃষ্ঠপোষকদের সাহায্যে সিনেমা নির্মাণ করতে পারলে ভালো। সিস্টেম যখন পরিবর্তন হবে, তখন আবার এগুলো লাগবে না।’

তিনি আরও বলেন, ‘শাকিব খানের অনুদান কেন লাগে- এমন কথা আমিও শুনেছি। এর কারণ হলো রিস্ক ফ্যাক্টরটা কমিয়ে আনা। সিনেমার ব্যবসা যখন ভালো হবে, তখন আর অনুদান লাগবে না।’

সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমকে শাকিব জানিয়েছেন ‘মায়া’তে তার বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। এর আগে তারা কয়েছিলেন ‘গলুই’।

বর্তমানে ‘রাজকুমার’ নিয়েই শাকিব ও হিমেলের ব্যস্ততা। জুলাইয়ের এ ছবির শুটিং শুরুর কথা রয়েছে।


মন্তব্য করুন