Select Page

‌‘অধীর আগ্রহে অপেক্ষা করছি দেবী দেখার’

‌‘অধীর আগ্রহে অপেক্ষা করছি দেবী দেখার’

# ‘দেবী’ মুক্তির দিন ভিডিও বার্তায় প্রশংসা জানালেন শাকিব খান
# বললেন, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি জয়া প্রযোজিত প্রথম সিনেমা দেখার’
# দেখে নিন সেই ভিডিও
# জয়ার বিপরীতে দুই সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব

দেশ-বিদেশের অনেক শোবিজ তারকাই ‘দেবী’র প্রচারণায় ভিডিওবার্তা দিয়েছিলেন। ছোট-বড় প্রায় সব তারকাই শুভ কামনা জানিয়েছেন ছবিটিকে। অপেক্ষা ছিল শাকিব খানের। দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা ভিডিওবার্তা নিয়ে হাজির হলেন ছবি মুক্তির আগের দিন।

ভিডিওতে ‘হিরো দ্য সুপারস্টার’ জয়া আহসান ও চঞ্চল চৌধুরীর ভূয়সী প্রশংসা করলেন। জয়াকে প্রিয় সহকর্মী ও বন্ধু দাবি করে বলেন, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি জয়া প্রযোজিত প্রথম সিনেমা দেখার। আমার বিশ্বাস, যে জয়া এত সিনসিয়ারলি অভিনয় করে, সে কখনোই ভালো কাজের ক্ষেত্রে আপস করবে না। এই ছবি ব্যবসাসফল হবেই।’

মিসির আলী চরিত্রে চঞ্চলকে দেখতেও মুখিয়ে আছেন জানালেন। ‘পছন্দের অভিনেতা’ ও ‘বিখ্যাত অভিনেতা’ বললেন তাঁকে। শাকিবের প্রশংসা পেয়ে চঞ্চল অবশ্য ধন্যবাদ জানাতে ভোলেননি।

জয়ার অভিনীত দুটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিরিজের দুটি পর্বে দেখা যায় তাদের। এর মধ্যে প্রথম সিনেমাটি বেশ জনপ্রিয়তা পায়।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares