Select Page

দেখে নিন নায়কের হল তালিকা

দেখে নিন নায়কের হল তালিকা

# নতুন নায়িকা অধরা খানের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী
# ২৮ সেপ্টেম্বর নামমাত্র একটি হলে মুক্তি পায় ‘নায়ক
# ১৯ অক্টোবর মুক্তি পায় সারাদেশের ৭১ হলে
# এর মধ্যে রয়েছে ঢাকার অভিসার, সনি, জোনাকি, সৈনিক ক্লাব, এশিয়া, পূরবী, বিজিবি, মুক্তি, যমুনা ব্লকবাস্টার

শুক্রবার বড় পরিসরে মুক্তি পেয়েছে বাপ্পী চৌধুরী ও অধরা খান জুটির ‘নায়ক’ ছবি। পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। ঢাকার অভিসার, সনি, জোনাকি, সৈনিক ক্লাব, এশিয়া, পূরবী, বিজিবি, মুক্তি, যমুনা ব্লক বাস্টারসহ ৭১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নায়ক।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মাত্র একটি সিনেমা হলে মুক্তি পায় ‘নায়ক’ ছবিটি। এর ঠিক দুই সপ্তাহ পর ১২ অক্টোবর প্রযোজকের পক্ষ থেকে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিলে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজকের করা মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় ছবিটির মুক্তি আটকে যায়। সব ধরনের জটিলতা শেষে অবশেষ মুক্তি পেল ছবিটি।

‘নায়ক’ ছবির গল্প প্রসঙ্গে ইস্পাহানি বলেন, ‘এ ছবিতে একটি সুন্দর গল্প আছে। গল্পটা আমাদের চারপাশ থেকে নেওয়া, দর্শকরা যে ধরনের গল্প দেখতে চান। বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। ’

ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।


মন্তব্য করুন