Select Page

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ঘটনা নিয়ে তৈরি হয় ‘মোহনা’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ঘটনা নিয়ে তৈরি হয় ‘মোহনা’

সদ্য প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবন ও কর্ম ছিল বহুবর্ণিল। বিদেশের নিশ্চিত জীবন ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। তৈরি করেন ফিল্ড হাসপাতাল। তার প্রয়াসে সেখানেই থেমে যায়নি, তৈরি করে গণস্বাস্থ্যের মতো হাসপাতাল। যুক্ত ছিলেন গণমুখী ঔষধনীতি প্রণয়নে।

ডা. জাফরুল্লাহর জীবনের একটি ঘটনা নিয়েই বিখ্যাত পরিচালক আলমগীর কবির নির্মাণ করেছিলেন ‘মোহনা’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, জয়শ্রী, অঞ্জনা সুলতানা, ইলিয়াস কাঞ্চন, সাইফুদ্দিন, প্রবীর মিত্র, আহমেদ শরীফ প্রমুখ।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে একদল চিকিৎসক গ্রামে গিয়ে খুলে বসেন স্বাস্থ্যকেন্দ্র। তাদের নেতৃত্বে থাকে ইংল্যান্ড ফেরত ডা. মোস্তফা। দলটির উদ্দেশ্য শুধু চিকিৎসা দেয়াতে সীমিত নয়। তারা গ্রামবাসীর জীবন বদলে দিতে চান। অশিক্ষার অচলায়তন ভেঙে তাদের আত্মনির্ভরশীল করতে চান। যাতে তার সুস্বাস্থ্যের মধ্যে বেড়ে উঠেন। কিন্তু জুটে যায় শত্রু। আর সেই গল্পের যুক্ত হয় প্রেম ও অন্যান্য বিষয়াদি।

এ সিনেমার জন্য সেরা চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আলমগীর কবির। একই বছরে সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার দেয়া হয়নি। তবে অন্যান্য বিভাগে প্রাধান্য বিস্তার করে মহিউদ্দিনের ‘বড় ভালো লোক ছিল’ ও আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’।

তবে দেশের বাইরেও সমাদৃত হয় ‘মোহনা’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডিপ্লোমা অব মেরিট লাভ করেন পরিচালক আলমগীর কবির।

মোহনার ছবি: মীর শামসুল আলম বাবু


মন্তব্য করুন