তারা শিল্পী, অথচ ডিপজল কাজ দিতে চান গাবতলী গরুর হাটে
গত কয়েক বছরে এফডিসিকেন্দ্রিক সিনেমার কোনো অর্জন নেই। কিন্তু সারা বছরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নানা কেচ্ছা নিয়ে সরগরম থাকে চলচ্চিত্রাঙ্গন। এতে দুই-একজন ছাড়া কারোই লাভ হয় না। সম্প্রতি এক ঘটনায় শিল্পীদের অবস্থা কতটা করুণ আরো একবার বোঝা গেল। এক আয়োজনে শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর।
আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘‘আপনারা শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি—‘ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে।’ আপনারা যাঁরা যাঁরা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের ডিরক্টরদের বলব—‘তোমার ক’জন লাগবে দাও।’ এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা যাঁরা কাজ করতে আগ্রহী।’’
এদিকে এসেছে বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও। মিশা বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দিবেন। এ ছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দিব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তাঁরা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।’
শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।
গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এরইমধ্যে উচ্চ আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ। এর ফলে আদালত থেকে ৬ মাসের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে।