Select Page

পরাণ: ১০০ দিনে ১২ কোটিরও বেশি টাকার টিকিট বিক্রি

পরাণ: ১০০ দিনে ১২ কোটিরও বেশি টাকার টিকিট বিক্রি

মুক্তির ১০০ দিন পেরিয়েও বেশকিছু প্রেক্ষাগ্রহে প্রদর্শিত হচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি টানা প্রদর্শিত হচ্ছে। সব মিলিয়ে টিকিট বিক্রি হিসেবে গ্রস সেল হয়েছে ১২ কোটি টাকারও বেশি। এ অঙ্ক ১৫ কোটির ঘর ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবির পরিবেশক সংস্থা অভি কথাচিত্র প্রথম আলোকে জানায়, পুরোপুরি ১০০ দিনের হিসাব এখনো তাদের হাতে আসেনি।

যার মধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্সের পাঁচ শাখার ১০ অক্টোবর পর্যন্ত তিন মাসে বিক্রি হয়েছে প্রায় ৭ কোটি ২২ লাখ টাকার টিকিট। যমুনা ব্লকবাস্টার সিনেমাসে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ২ কোটি টাকার টিকেট। লায়ন সিনেমাসে ১৪ অক্টোবর পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা।

মাঝে দুই সপ্তাহ বিরতি দিয়ে ঢাকার বাইরে ময়মনসিংহের পূরবী হলে ৮৬ দিন ধরে চলছে ছবিটি। গত ১৪ অক্টোবর পর্যন্ত এই হলে মোট ১৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া ঢাকা ও বাইরের বিভিন্ন একক হল থেকে এসেছে ৩ কোটি টাকার বেশি।

ভ্যাট, ট্যাক্স বাদ দিয়ে হলমালিকের সঙ্গে ভাগাভাগির পর টিকিট বিক্রির মোট টাকা থেকে প্রযোজকের ঘরে এসেছে প্রায় ৩ কোটি। ছবিটি মুক্তির সময় প্রযোজক সূত্রে জানা গিয়েছিল, প্রচার খরচসহ ৮৭ লাখ টাকা বাজেটের ছবি ‘পরাণ’। তবে অন্য কিছু সূত্র বলছে ছবির সব খরচ মিলিয়ে প্রযোজকের পকেট থেকে গিয়েছে ৬০ টাকার মতো।

পরিবেশক জাহিদ হোসেন অভি বলেন, ১০০ দিনের হিসাব পুরোপুরি হিসাব হাতে এলে টিকিট বিক্রির অঙ্ক আরও বাড়বে।

এখনো সিনেপ্লেক্সের পাঁচ শাখায় প্রতিদিন দশটি, ব্লকবাস্টার সিনেমাসে তিনটি, লায়ন সিনেমাস ও চট্টগ্রাম সিলভার স্ক্রিনে দুটি করে শো চলছে। সিনেপ্লেক্সে এখনো প্রতিদিন কিছু শো হাউসফুল যাচ্ছে। ঢাকার বাইরেও কয়েকটি একক হলে চলছে ‘পরাণ’। এতে করে মোট টিকিট বিক্রি ১৫ কোটি পার হয়ে যেতে পারে।

এ দিকে দেশের বাইরে উত্তর আমেরিকায় মুক্তি পেয়ে ভালো করেছে ‘পরাণ’। সেখানে কোটি টাকার ওপর টিকিট বিক্রি হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।


মন্তব্য করুন