Select Page

মেকআপ: সেন্সর ও আপিল বোর্ডের ক্ষমতা নিয়ে প্রশ্ন তারিক আনামের

মেকআপ: সেন্সর ও আপিল বোর্ডের ক্ষমতা নিয়ে প্রশ্ন তারিক আনামের

অনন্য মামুনের ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তারিক আনাম খান। এই নির্মাতা-অভিনেতা জুটির আরেক সিনেমা ‘মেকআপ’ বছর দু-এক আগে সেন্সর বোর্ডে প্রত্যাখাত হয়েছিল। এবার আপিল কমিটিও একই সিদ্ধান্ত জানিয়েছে।

‘দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শট’সহ নানা কারণ দেখিয়ে ‘মেকআপ’ ছবিটিকে প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছেন কমিটি। তবে বিষয়টিকে এখতিয়ারের দিক থেকে দেখেন টিভি পর্দার নামি এ তারকা।

তারিক আনা খান কালের কণ্ঠকে বলেন, ‘ছবির দুর্বল যে বিষয়গুলো আছে, সেটা দেখা তো সেন্সর বোর্ডের দায়িত্ব নয়। সেন্সর বোর্ড কিছু নীতিমালা দেখে। আমরা যে শিল্প সংস্কৃতি, মূল্যবোধে বিশ্বাস করি, তার সঙ্গে ছবিটা সাংঘর্ষিক কি না। ধর্মীয় অনুভূতি, গোষ্ঠীকে আঘাত করা, দেশের বিরুদ্ধে কিছু বলা হয়েছে কি না—এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখা সেন্সর বোর্ডের দায়িত্ব। ছবিতে সেই ধরনের কিছু আছে বলে তো আমার জানা নেই। ছবির চিত্রনাট্য-নির্মাণ যদি ঠিক না থাকে, সেটা দর্শক বিচার করবে। যদি আপত্তি থাকে বোর্ড সংশোধন দিতে পারে। পুরো ছবি ব্যান করে রাখতে পারে না।’

তিনি বলেন ‘দুর্বল চিত্রনাট্য, এটা সেন্সর বোর্ড বলতে পারে না। এটা বলতে পারে জুরিবোর্ড, যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমি সম্মানের সঙ্গে বলতে চাই, বিষয়টি আপিল কমিটির এখতিয়ারভুক্ত নয়। ছবি দেখা যায় না, ঝাপসা— এমন কিছু কি আছে? সেটা আমার জানা নেই।’

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী হয় না হয় তা নিয়ে নির্মিত হয়েছে ‘মেকআপ’। ‘সুরুজ মিয়া’ ছবির এই অভিনেতা বলেন, ‘ছবিটি কতটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিফ্লেক্ট করেছে, সেখানে প্রশ্ন উঠতে পারে। তবু বিষয়টা তো ফিকশন। এটা এমন নয় যে কোনো ধরনের অপসংস্কৃতি তুলে ধরা হয়েছে। অন্তত আমি তো এসবের সঙ্গে কখনো ছিলাম না, থাকব না।’

‘মেকআপ’-এ এক সুপারস্টার নায়কের চরিত্রে আছেন তারিক আনাম খান। এ প্রসঙ্গে বলেন, ‘পর্দায় নায়ক হলেও তার ভেতর অনেক নেগেটিভিটি আছে। ছবিটির বিষয় হলো লাইট ক্যামেরায় বন্দি সেলিব্রিটিদের জীবন। মেকআপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভেতরের অনেক গল্প আছে।’

অবশ্য সেন্সর ও আপিলে আপত্তিকর বিবেচিত হলেও এরই মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে অনেক দর্শকই ছবিটি দেখে নিয়েছেন। শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’র পর অনন্য মামুনের পরিকল্পনা ছিল ওটিটি রিলিজের পর এ ছবি বড়পর্দায় আনার।


মন্তব্য করুন