Select Page

স্মার্ট, গতিশীল, আবেগহীন ও রেকর্ড ব্রেকের ‘ক্যাসিনো’

স্মার্ট, গতিশীল, আবেগহীন ও রেকর্ড ব্রেকের ‘ক্যাসিনো’

বর্তমানে বাংলাদেশে নাটক-সিনেমা মিলিয়ে শক্তিশালী অভিনেত্রীর তালিকা করলে দিলরুবা দোয়েল একদমই শুরুর দিকে থাকবেন। আফসোস তার মতো অভিনেত্রীকে কোনো সুযোগই দেয়া হলো না ‘ক্যাসিনো’য়। অথচ তাকে ঘিরে যদি ‘এমএস ধোনি’ সিনেমার মতো অন্তত প্রথম ৩০ মিনিট সাজানো যেত তাহলে ‘গল্প ও সিনেমা’ মিলিয়ে ঈদের যে কোনো রিলিজের সঙ্গে টক্কর দিতে পারতো।

দিলরুবা দোয়েল ও নিরব হোসেন

চিত্রনাট্য টাইট হলেও কোনো আবেগ তৈরি করতে পারেনি; অন্তত ধাক্কা খাওয়ার মতো দুটো মুহূর্তে। জমতে জমতে দুম করে নাড়া খেয়ে দই যেমন জল ছেড়ে দেয়, ‘ক্যাসিনো’ও একটুর জন্য ইমোশন জমার সময়ই ধাক্কা খেয়ে গেছে।

সেট দূর্দান্ত ও দুরন্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিকও যথেষ্ট ভালো। ক্যামেরার কাজ ও এডিটিং অন্তত ঈদের অন্য দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ থেকে অনেক অনেক ভালো। লাইট, কালার পুরোপুরি স্ট্যান্ডার্ড। কস্টিউম খুব ভালো ছিল।

সিনেমাটির মাধ্যমে শবনম বুবলি অভিনয়ে উন্নতি করার ছাপ রেখেছেন।

তবে সবচেয়ে চমকে দিয়েছে নিরব। উপমহাদেশে একটা কথা প্রচলিত আছে, তা হচ্ছে মডেলরা লম্বা ব্যাপ্তিতে সাবলীল না। রোবটের মতো ডায়লগ মুখস্ত ঝেড়ে দেয় মাত্র। নিরব নিজেও এতদিন সেটাই প্রমাণ করে যাচ্ছিল। কিন্তু ‘ক্যাসিনো’র নিরব একদমই আলাদা। এক নতুন নিরবের জন্ম যেন হলো এখানে। মডেলদের নিয়ে প্রচলিত সেই রেকর্ড ব্রেক করে নিরব প্রমাণ করেছে, মডেলরাও পারে অভিনয়ের ঝলক দেখাতে। নিরবের পাশাপাশি নির্মাতা সৈকত নাসিরকেও এজন্য সাধুবাদ জানাচ্ছি।

অন্যদিকে তাসকিন তো টাইপড অভিনেতা হয়ে গেছে আগেই। একই টাইপ চরিত্রে তাকে বারবার কাস্ট করা হচ্ছে। তবে ‘ক্যাসিনো’তে চরিত্রটি তাসকিন ছাড়া আর কাউকে মানাতো কি না জানি না।

দুটো একঘেয়ে গান ছিল। গত প্রায় এক দশক ধরে ইমরান-কনা/কোনাল/ন্যান্সি ব্লা ব্লা জুটির বিরক্তিকর একই গান এবং একই চিত্রায়নে সব সিনেমায় কেন যুক্ত করা হয় জানি না। তবে টাইটেল গান ‘ক্যাসিনো’ ও ‘বোকা ছেলে’ দুটো চমৎকার সব বিভাগেই। তারচেয়েও বড় কথা, গান দুটোতে সিনেমা শব্দটার সিগনেচার ছিল।

ঈদের সিনেমার তালিকায় ক্যাসিনো নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। কারণ এই সিনেমার সংশ্লিষ্ট কারোরই ফ্যানবেজও নাই, সিন্ডিকেটও নাই। দর্শকই তাদের একমাত্র ভরসা। কোনভাবেই বাতিল বলে দেয়ার মতো সিনেমার এটি নয়। অবসরে সুযোগ থাকলে সিনেমাটি দেখে নিতে পারেন।


লেখক সম্পর্কে বিস্তারিত

নির্মাতা, লেখক ও উদ্যোক্তা .... “নিজের টাকায় টিকিট কেটে সিনেমার দেখি অধিকার নিয়ে দেই তালি বা গালি”

মন্তব্য করুন