Select Page

৬৪ মিনিটের ‘মাই বাইসাইকল’ থেকে ২৫ মিনিট বাদ দেয়ার আবদার?

৬৪ মিনিটের ‘মাই বাইসাইকল’ থেকে ২৫ মিনিট বাদ দেয়ার আবদার?

সেন্সর বোর্ডে প্রায় আট বছর ধরে আটকে আছে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র, অং রাখাইন পরিচালিত ‘মর থেংগারি’ বা ‘মাই বাইসাইকেল’। প্রথমে ২০ সেকেন্ডের দৃশ্য আপত্তির মুখে কাটা হলেও পরে ২৫ মিনিটের দৃশ্য বাদ দিতে বলা হয়। যা সিনেমাটির প্রায় অর্ধেক। খবর কালের কণ্ঠ

২০১৫ সালের মে মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন অং রাখাইন। তিনি জানান, সেন্সর বোর্ড জানিয়েছিল, ছবির একটি দৃশ্য কর্তন করলে ছাড়পত্র দেওয়া হবে।

ছাড়পত্র পাওয়ার আশায় ২০ সেকেন্ডের দৃশ্যটি কর্তনও করেছিলেন পরিচালক। এরপর বোর্ড থেকে আরো প্রায় ২৫ মিনিটের দৃশ্য কর্তন করতে বলা হয়, যার মধ্যে আছে ছবিতে কাপ্তাই লেকের দৃশ্য, এলাকার চাঁদাবাজি, ধর্মীয় আচারের দৃশ্য।

পরিচালক অং বলেন, ‘ছবিটি ৬৪ মিনিটের, সেখান থেকে ২৫ মিনিট কাটলে ছবিটিই তো আর থাকে না। সেই ছবির সেন্সর ছাড়পত্র নিয়ে আমি কী করব?’

২০১৬ সালে শেষবারের মতো সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলেছেন নির্মাতা অং রাখাইন। এরপর কয়েক দফায় পরিবর্তন হয়েছে সেন্সর বোর্ডের চেয়ারম্যান। আলোর মুখ দেখেনি অংয়ের ছবিটি।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দিন বলেন, ‘‘বাইসাইকেল ছবিটি তৃতীয় পক্ষকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিটির গল্পে তাদের আপত্তি না থাকলে হয়তো আমরা পজিটিভ সিদ্ধান্ত নিতে পারব।’

তৃতীয় পক্ষ কে বা কারা? উত্তরে সেন্সর বোর্ডের এই কর্মকর্তা বলেন, ‘ছবিতে এমন কোনো বিষয় আছে, যা নিয়ে তাদের (তৃতীয় পক্ষের) আপত্তি থাকতে পারে। এমন কোনো মহলকেই ছবিটি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। সেনসিটিভ কিছু বিষয় আছে বলেই ছবিটি আটকে রাখা হয়েছে।’ তবে সেনসিটিভ কি বিষয় আছে তা নিয়ে কথা বলতে চাননি এই মুহূর্তে।

চাকমা ভাষায় থেংগারি শব্দের অর্থ বাইসাইকেল; ছবির ইংরেজি নাম ‘মাই বাইসাইকেল’। ৬৪ মিনিটের এ চলচ্চিত্রে অভিনয় করেছেন চাকমা সম্প্রদায়ের সদস্যরা। জানা যায়, ছবির কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ঘেরা এক গ্রামের কমল নামের এক চাকমা যুবককে ঘিরে। শহরে জীবিকা অর্জনে বিফল হয়ে একটি বাইসাইকেল নিয়ে গ্রামে ফেরত আসেন তিনি। বাইসাইকেলে মানুষ ও মালপত্র পরিবহন করে জীবিকার সন্ধান করতে থাকেন তিনি।

শুধু মর থেংগারি নয়, গত কয়েক দশকে ‘হরিবোল’, ‘মেকআপ’সহ বেশ কয়েকটি ছবি সেন্সর বোর্ডে আটকে আছে। এর আগে সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ ছবিটিকে নিষিদ্ধ করে সেন্সর বোর্ড।

এ দিকে সপ্তাহ দু-এক আগে আপিল বোর্ড সবুজ সংকেত দিলেও মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। এ বিষয়ে বেশ হইচইয়ের পর ফের চলতি মাসের ২১ তারিখ একই আপিল বিভাগ ছবিটি আবার দেখবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।


মন্তব্য করুন