Select Page

‘বুকের মধ্যে আগুন’ নিয়ে আইনি পথে সালমান শাহর পরিবার

‘বুকের মধ্যে আগুন’ নিয়ে আইনি পথে সালমান শাহর পরিবার

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ প্রসঙ্গে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান শাহর ভক্তরা। এবার আইনি পথে হাঁটল প্রয়াত নায়কের পরিবার।

কোন তারকার মৃত্যু রহস্য এই সিরিজের উপজীব্য, সেই নামটি নির্মাতা তানিম রহমান অংশু উল্লেখ না করলেও প্রচারিত ট্রেলার, সিরিজ সংশ্লিষ্টদের নীরবতা ও উস্কে দেয়া গুঞ্জন বলছে, সিরিজটির গল্পে দানা বেঁধেছে সালমান শাহ্’র মৃত্যু রহস্য নিয়েই।

এই নায়কের শেষ সিনেমার নাম ‘বুকের ভেতর আগুন’। আর অপূর্ব অভিনীত সিরিজটির নাম ‘বুকের মধ্যে আগুন’!

সিরিজ ঘোষণার দুই সপ্তাহের মাথায় কড়া প্রতিধ্বনি এলো সালমান শাহ্’র পরিবারের পক্ষ থেকে। দুদিন হলো মা নিলুফার চৌধুরী জানান দেন, সিরিজটি বন্ধের দাবিতে আইনজীবী ফারুক আহমেদের মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। যার মাধ্যমে সালমান শাহ-এর নামে গান, নাটক, সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন। তাই নয়, ‘বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজ নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে অচিরেই ফরমান জারির কথাও জানান নীলা চৌধুরী।

তবে সেই ফরমান প্রকাশের আগেই সালমান শাহ্’র মামা আলমগীর কুমকুম রবিবার (৫ ফেব্রুয়ারি) একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে।

নোটিশে বলা হয়, আমার মক্কেলের ভাগনা সালমান শাহকে মৃত অবস্থায় তাহার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্ন ভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে তাহা আত্মহত্যা বলিয়া প্রচার করে। এই নিয়ে আমার মক্কেলের দায়েরী মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমার মক্কেল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করিতেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনার মৃত্যু রহস্য নিয়া ধারাবাহিক সিরিজ নির্মাণের পায়তারা করিতেছে। একটি বিচারাধীন বিষয় নিয়া এহেন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নহে। তাই যে বা যাহারা উক্তরূপ সিরিজ নির্মাণের চেষ্টা করিতেছেন, তাহারা এহেন কর্ম হইতে বিরত থাকিবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।

এদিকে নির্মাতা তানিম রহমান অংশু জানান, এমন কোনও নোটিশ এখনও পাননি। মাত্রই জানলেন। নোটিশের বক্তব্য জানতে পেরে তিনি বলেন, ‘এই মামলা বা লিগ্যাল নোটিশের সাথে আমার কোনও কাজের সংযুক্তি খুঁজে পাচ্ছি না। ফলে এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারছি না।’

জানা গেছে, সিরিজটি নিয়ে সালমান শাহ্ পরিবার ও ভক্তদের মধ্যে অস্থিরতা বা অস্বস্তি তৈরি হলেও বেশ স্বাভাবিক অবস্থানে রয়েছেন ‘বুকের মধ্যে আগুন’ সংশ্লিষ্টরা। কারণ, সিরিজের কোথাও সালমান শাহ্-এর নাম উল্লেখ নেই। যদিও ট্রেলারের একটি দৃশ্যে ক্ল্যাপস্টিকে দেখা যায় ‘কল্পনার নায়ক’ নামটি। যা মনে করিয়ে দেয় সালমান শাহর সুপারহিট ‘স্বপ্নের নায়ক’ ছবিটির নাম। এতে নায়কের নাম দেয়া হয় আরমান রহমান জয়। দেখানো হয় হ্যাট-কটি পরা সালমান শাহের আদলে গড়া এক সুপারস্টারের ব্যাকলুক। সব মিলিয়ে আলোচনা তোলার দিক থেকে ‘বুকের মধ্যে আগুন’-এর কমতি নেই।

/বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন