Select Page

ভিন্ন স্বাদের ৬ সিনেমায় সিমলা

ভিন্ন স্বাদের ৬ সিনেমায় সিমলা

shimla মাঝে বেশ ক’বছর বড়পর্দায় তেমন একটা দেখা যায়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সিমলাকে। আবারো তার ক্যারিয়ারের মোড় ঘুরতে শুরু করেছে। হাতে আছে ৬টি সিনেমা।

সিনেমাগুলোর মাঝে বৈচিত্র্য রয়েছে। বাণিজ্যিক ঘরানার সঙ্গে অফট্র্যাকের কিছু সিনেমা রয়েছে এ তালিকায়। উল্লেখযোগ্য বিষয় হলো সিমলা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন অভিষেক সিনেমা ‘ম্যাডাম ফুলি’র সিক্যুয়ালে। নভেম্বরে শুরু হতে যাচ্ছে আশিকুর রহমানের ‘ম্যাডাম ফুলি ২’।

ইতোমধ্যে শুটিং শেষ করে এনেছেন রুবেল আনুষের ‘নিষিদ্ধ প্রেমের গল্প‘ ও রশিদ পলাশের ‘নাইওর‘।

এ ছাড়া নতুন তিনটি সরকারি অনুদানের ছবিতে অভিনয়ের প্রস্তাব হাতে পেয়েছেন সিমলা। এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, ফখরুল আরেফিনের ‘ভুবন মাঝি’ ও মাসুদ পথিকের ‘মায়া’ ছবিতে অভিনয় করার কথা তার।

সিমলা জানান, আরো কিছু সিনেমার প্রস্তাব আছে তার হাতে।


মন্তব্য করুন